দেশ বিভাগে ফিরে যান

করমণ্ডলকাণ্ডে গ্রেফতার ৩

জুলাই 7, 2023 | < 1 min read

গত ২ জুন ওড়িশার বালেশ্বরের হওয়া ট্রেন দুর্ঘটনায় তিন রেল কর্মচারীকে গ্রেফতার করল সিবিআই। তাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ।

শুক্রবার অরুণ কুমার মোহান্ত, মহম্মদ আমির খান এবং পাপ্পু কুমার – এই তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সিবিআই সূত্রে খবর, অনিচ্ছাকৃত খুনের অভিযোগে এদের বিরুদ্ধে বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সূত্র মারফত খবর, এই ৩ রেল আধিকারিকই জানতেন যে, তাদের কার্যকলাপ বহু ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।

গত ২ জুন ওড়িশার বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার মুখে পড়েছিল আপ করমণ্ডল এক্সপ্রেস, ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। তীব্র গতিতে চলার সময় হঠাৎই লুপ লাইনে ঢুকে গিয়ে মালগাড়িকে ধাক্কা মেরে করমণ্ডলের ইঞ্জিনটি উঠে গেছিলো মালগাড়ির একটি কামরার উপরে।

এই ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা হাজারের বেশি।

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, সিগন্যালের ত্রুটিতেই এমন দুর্ঘটনা। কিন্তু পরে রেলের তরফে এও জানানো হয়, এক্ষেত্রে অন্তর্ঘাতের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘এক দেশ, এক নির্বাচন’-এর পথে রয়েছে কী কী ‘কাঁটা’?
FacebookWhatsAppEmailShare
হ্যাক হল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল
FacebookWhatsAppEmailShare
নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare