ভারতকে ছাড়ল না ট্রাম্প, ভারতীয় পণ্যে ২৬% ট্যারিফ চাপালেন ট্রাম্প
এপ্রিল 3, 2025 < 1 min read

২ এপ্রিল থেকেই বিশ্বের একাধিক দেশের উপর পারস্পারিক শুল্ক চাপিয়ে দিলেন ট্রাম্প। তালিকায় রয়েছে ভারতও। ভারত থেকে আমদানি করা পণ্যের উপর ২৬ শতাংশ হারে শুল্ক আরোপের কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন ট্রাম্প অবশ্য বলেন, ওয়াশিংটনের উপর দেশগুলি যে হারে শুল্ক চাপায়, তার অর্ধেক পারস্পারিক শুল্ক হিসেবে আরোপ করা হয়েছে।চিনের পণ্যে ৩৪ শতাংশ আমদানি শুল্ক বসাচ্ছে আমেরিকা।ভারতের সম্পর্কে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ভারতের ট্যারিফ খুব খুব কঠিন। ওদের প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী) সদ্য মার্কিন সফর সেরে গিয়েছেন…উনি আমার খুব ভাল বন্ধু, কিন্তু আমি ওঁকে বলেছিলাম, তুমি আমার বন্ধু, কিন্তু আমাদের সঙ্গে সঠিক ব্যবহার করছ না। ভারত আমাদের থেকে ৫২ শতাংশ শুল্ক নেয়। আমরা তার অর্ধেক, ২৬ শতাংশ শুল্ক নেব।”
ট্রাম্প কী ঘোষণা করবেন, সারা বিশ্বের মতো শঙ্কিত ছিল ভারতের শিল্পমহলও। কারণ এর আগেই মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্ট ভারত, চীন সহ কয়েকটি দেশকে ‘ডার্টি ১৫’ বলে উল্লেখ করেছিলেন। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভও ২১টি দেশকে মার্কিন বাণিজ্যের পক্ষে বিপদ বলে উল্লেখ করেছে। মার্কিন প্রেসিডেন্ট আগেই জানিয়ে দিয়েছিলেন, ২ এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হবে। কিন্তু কোন কোন দেশের উপর ট্রাম্পের শুল্ক- খাঁড়া নামবে, তা নিয়ে ট্রাম্পের ঘোষণার পর থেকেই জল্পনা চলছে। সবমিলিয়ে সারা বিশ্বেই নজর হোয়াইট হাউসের রোজ গার্ডেনের দিকে। ইতিমধ্যেই মার্কিন কৃষি পণ্যে ১০০ শতাংশ আমদানি শুল্ক নিয়ে ভারতের সমালোচনা করেছে হোয়াইট হাউস।



