রাজনীতি বিভাগে ফিরে যান

খরচ বেড়েছে ২৬ গুন, কিন্তু এখনও খালি ভাঁড়ার বিজেপির

জুলাই 19, 2023 | < 1 min read

খরচ বাড়িয়েই চলেছে বঙ্গ বিজেপি। কিন্তু ফল কিছুতেই পাচ্ছেনা। এখন বিজেপির কাছে একমাত্র উপায় কোনো “মছলি বাবা”কে ধরে আশীর্বাদধন্য মাছের আঁশ মাথায় ঠেকানো।

২০১৮-র তুলনায় একেবারে নামমাত্র সংখ্যক আসন বেড়েছে বিজেপির। সেবার তারা ত্রিস্তরে মোট ৬৫৭০টি আসনে জিতেছিল। এবার সেই আসন বেড়ে ১১ হাজারের একটু বেশি হয়েছে।

কিন্তু এলাকা পুনর্বিন্যাসের বা ডিলিমিটেশনের ফলে এবার ১৫ হাজারেরও বেশি আসন বেড়েছে। তাই, বিগত পাঁচ বছরের ব্যবধানে বিজেপির ফলাফলে খুব একটা এদিক ওদিক হয়নি।

২০১৮-র নির্বাচনে গেরুয়া শিবির যেখানে মোট ২ কোটি টাকা খরচ করেছিল, সেই জায়গায় এবারের খরচের বহর ৫২ কোটি।

২৬ গুন বেশি খরচ করলেও ফলাফলে তার কোনও ছাপ পড়েনি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ব্যালটে ভাঁড়ে মা ভবানী, বামেদের ভরসা নারায়ণ-শ্রীলেখা
FacebookWhatsAppEmailShare
উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বাংলার ৬ কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
FacebookWhatsAppEmailShare