রণথম্ভোরে আচমকাই উধাও ২৫টি বাঘ, হয়রান বন দফতরও
রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল ২৫ টি বাঘ। ঘটনায় তোলপাড় গোটা দেশে। সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই গঠন করা হয়েছে তিন সদস্যের টিম। রাজস্থানের মুখ্য বনসংরক্ষক পবন কুমার উপাধ্যায় জানিয়েছেন, ‘গোটা বিষয়ের তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। আগামী দু-মাসের মধ্যেই সেই কমিটি রিপোর্ট দেবে।’রণথম্ভোরে ৭৫টি বাঘ-বাঘিনী থাকে। তাদের মধ্যে থেকেই ২৫টির কোনও খোঁজ নেই। বাঘগুলিকে শিকার করা হয়েছে অনেকে দাবি করেছেন। কিন্তু সেই দাবিকে উড়িয়ে দিয়ে বন দপ্তর স্পষ্ট জানায়, পুরো জাতীয় উদ্যান জুড়ে প্রচুর ক্যামেরা আছে। সুতরাং এত ক্যামেরার নজরদারি উপেক্ষা করে শিকার করা সম্ভব নয়। এটাও হতে পারে বাঘেরা এমন জায়গায় রয়েছে যেখানে ক্যামেরা নেই। তাই তাদের চোখে পড়ছে না।
রাজ্যের মুখ্য বনসংরক্ষক পবন কুমার উপাধ্যায় জানিয়েছেন,বিগত কয়েক মাস ধরে বাঘেদের নিখোঁজ হয়ে যাওয়ার খবর তাঁরা পেয়েছেন। তবে এতদিনেও এর সঠিক কারণ খুঁজে বের করতে পারেননি তাঁরা। জাতীয় উদ্যানের মধ্যে থেকে কীভাবে বাঘগুলি বেরিয়ে অন্যত্র যেতে পারে সেটাও কেউ বুঝে উঠতে পারছেন না। এই প্রেক্ষিতে আশঙ্কা করা হচ্ছে, উদ্যানের মধ্যেই কোথাও বাঘগুলির মৃত্যু হতে পারে। তাও এতগুলি বাঘের মৃত্যু হলে সেটাও কী কারণে হতে পারে, সে উত্তরও মিলছে না। অনুমানের ওপর ভিত্তি করে কিছুই সম্ভব নয়। পুরো ঘটনা খতিয়ে দেখতে সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন মুখ্য বনসংরক্ষক সহ বন দপ্তরের দুই উচ্চপদস্থ আধিকারিক। যত দ্রুত সম্ভব বাঘেদের নিখোঁজ রহস্য তাঁরা উদ্ধার করবেন।