বাড়ছে ম্যালেরিয়ার প্রকোপ

চারদিকে যখন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ঠিক তখনই উদ্বেগ বাড়িয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) জু-লজি বিভাগের (Zoology Department) গবেষণা। গবেষকদের দাবি, ডেঙ্গু-বাহক (Dengue) এডিস (Aedes) মশার চেয়ে বেশি পরিমাণে জন্মাচ্ছে ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিস (Anopheles) মশা। আর এবার তারা নোংরা জলে নয়, চরিত্র বদল করে পরিষ্কার জলে ডিম পাড়ছে। এর ফলে বাড়তে পারে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা।