কলেজের গ্রন্থাগার এবার মোবাইল ফোনে

প্রথম ই-লাইব্রেরি চালু করেছে কান্দি রাজ কলেজ। মাসে দুহাজারের বেশি ভিজিট হয় এই ই-লাইব্রেরি অ্যাপে। যেকোনও জায়গা থেকেই কলেজের লাইব্রেরির যেকোনও বই পড়ে ফেলতে পারে ছাত্র -ছাত্রীরা। বিভিন্ন প্রশ্নপত্র ই-লাইব্রেরিতে সহজেই পাওয়া যায়। ইতিমধ্যেই এই ই-লাইব্রেরী ব্যাপক সাড়া ফেলেছে কলেজের পড়ুয়াদের মধ্যে। বর্তমান ডিজিট্যাল যুগে,পড়ুয়াদের বইমুখী করতে এই দারুণ উদ্যোগের প্রশংসা করছে সবাই।