উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ে গরহাজির ২০% প্রার্থী
উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং শুরু হল সোমবার, ১১ই নভেম্বর থেকে। এই পর্বের কাউন্সেলিং শুধুমাত্র বাংলা মাধ্যমের স্কুলগুলি জন্য ধার্য করা হয়েছে। প্রথম দিন ৭০৭ জন চাকরিপ্রার্থীকে ডাকা হয়েছিল অনুমোদনপত্র হাতে নেওয়ার জন্য। এর মধ্যে বাংলায় শিক্ষকতা করার জন্য ৩৫০ জনকে এবং ইংরেজি বিষয়ে শিক্ষকতার জন্য ৩৫৭ জনকে ডাকা হয়।তবে সাতশোরও বেশি চাকরিপ্রার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৪৪ জন। আবার কাউন্সেলিংয়ে এসেও নিয়োগপত্র নেননি তিন জন।
এ দিন ২০ শতাংশর কিছু বেশি চাকরিপ্রার্থী ৪২,৩৮৪ টাকার বেতনের চাকরি নিলেন না। ১১ থেকে ২৭ নভেম্বর ৮,০৯১ জনের কাউন্সেলিং হবে।দীর্ঘদিন ধরে এই নিয়োগ আটকে ছিল। মূলত আইনি জটিলতার জন্য় এই পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপর ফের সেই কাউন্সেলিং পর্ব শুরু হয়েছে। ৩১শে ডিসেম্বরের মধ্য়ে ১৪ হাজার ৫২জনের উচ্চ প্রাথমিকে চাকরি নিশ্চিত করার কথা জানিয়েছিল কলকাতা হাইকোর্ট।