১৭৫ কিমি মানববন্ধনের ডাক মহিলা তৃণমূলের
আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য মানববন্ধন দেখেছে। এবার তৃণমূলের তরফেও মানববন্ধনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে তা আরজি কর ইস্যুতে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কৃতজ্ঞতা’ জানিয়ে। দুর্গা পুজোর আর কয়েক দিনই বাকি। তার আগে এই বিরাট কর্মসূচির আয়োজন করছে মহিলা তৃণমূল। আগামী ৩০ সেপ্টেম্বর হতে চলেছে এই মানববন্ধন কর্মসূচি।
শনিবার তৃণমূল ভবনে মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূলের জেলা সংগঠনের নেতৃবৃন্দ। সেই বৈঠকেই আগামী ৩০ সেপ্টেম্বর রাজ্যজুড়ে ১৭৫ কিলোমিটার মানববন্ধন কর্মসূচি নেওয়া হয় দলের তরফে।চন্দ্রিমা জানান,৩০ সেপ্টেম্বর দুপুর ২ টো থেকে ৩ টের মধ্যে এই মানববন্ধন করবেন দলের মহিলা সদস্যেরা। প্রতিটি সাংগঠনিক জেলাতে ৫ কিলোমিটার করে সমস্ত রাজ্য জুড়ে মোট ১৭৫ কিলোমিটার মানববন্ধন গড়তে চায় রাজ্যের শাসক দল। আর এই কর্মসূচির স্লোগান হবে, ‘আমার হাত তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে’।
কর্মসূচি প্রসঙ্গে চন্দ্রিমার বক্তব্য, ‘‘বাংলায় নারী ক্ষমতায়নে মুখ্যমন্ত্রী অনবদ্য ভূমিকা নিয়েছেন। তাঁর সেই ভুমিকার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা মানববন্ধন কর্মসূচি করব।’’দুই কলকাতা জেলাকে একত্রে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে থেকে শুরু হয়ে মানববন্ধনটি যাবে ভিক্টোরিয়া হাউসের সামনে পর্যন্ত। এই কর্মসূচির জন্য যাতে যান চলাচলে কোনও অসুবিধা না হয় সেদিকেও নজর রাখা হবে বলে জানান হয়। বর্ধমান পশ্চিম জেলা সংগঠনকে বলা হয়েছে দু’টি মানববন্ধন করতে। একটি দুর্গাপুরে, অপরটি হবে আসানসোলে।