NEWSZNOW বাংলা

March 18, 2025, Tuesday 08:12:03

বাংলা ENGLISH

আবহাওয়া বিভাগে ফিরে যান

বর্ষার মোকাবিলায় ১৫০ কোটি টাকা বরাদ্দ রাজ্য প্রশাসনের

মার্চ 17, 2025 < 1 min read

বর্ষা মরশুম শুরু হওয়ার আগেই বন্যা নিয়ন্ত্রণের জন্য জরুরি মেরামতি কাজের প্রয়োজন। সেই লক্ষ্যে প্রাথমিকভাবে দেড়শো কোটি টাকা বরাদ্দ করল সেচদপ্তর। ২০২৫-২৬ আর্থিক বছরের বাজেটে বরাদ্দ অর্থ থেকে এই টাকা দেওয়া হবে। এপ্রিল মাসে নতুন আর্থিক বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যাতে বাঁধের রক্ষণাবেক্ষণ ও মেরামত সহ বিভিন্ন কাজ জোরকদমে শুরু করে দেওয়া যায়, তাই টাকা বরাদ্দ করার নির্দেশিকা ফেব্রুয়ারির শেষে জারি করে দিয়েছে দপ্তর।

সেচদপ্তরের কোন ডিরেক্টরেট কত টাকা করে পাবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। সাউথ ডিভিশনকে সবথেকে বেশি ৩৮ কোটি টাকা দেওয়া হয়েছে। নর্থ ডিভিশনকে দেওয়া হয়েছে ২৮ কোটি টাকা। সেচ দফতর সূত্রে খবর, স্টেট ডেভলপমেন্ট স্কিমের আওতায় এই বরাদ্দ অর্থে চারটি বিষয়ে কাজের ওপর জোর দেওয়া হচ্ছে। প্রথমত, বন্যা মোকাবিলার জন্য বিভিন্ন জিনিসপত্র, যেমন বাঁশ, বালির বস্তা, বালি, অস্থায়ী পাম্প-সহ অন্যান্য জিনিস কিনতে হবে। দ্বিতীয়ত, বন্যা নিয়ন্ত্রণে জন্যে দরকারি স্লুইস গেট, রেগুলেটরস, ইনলেটস-এর মেরামতি ও রক্ষণাবেক্ষণ করতে হবে। তৃতীয়ত, বাঁধ, নদীর তীর, নিকাশি নালা, সেচ নালার ছোটখাটো মেরামতির কাজ হবে এবং চতুর্থত, পাম্প ও তার যন্ত্রাংশের মেরামতি করতে হবে। সাতটি ডাইরেক্টরেট এই কাজের দায়িত্বে থাকছে।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

FacebookWhatsAppEmailShare

বাড়বে গরম, মার্চেই তাপপ্রবাহের সতর্কতা

FacebookWhatsAppEmailShare

মরশুমের প্রথম বৃষ্টিতে ভিজলো কলকাতা

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...