১০টি নতুন ‘সুতো হাব’ তৈরি করবে রাজ্য সরকার
বাংলা জুড়ে ১০টি নতুন ‘সুতো হাব’ তৈরি করবে রাজ্য সরকার। সরকার দ্বারা নির্ধারিত দামে এই হাবগুলি থেকে, তাঁতিদের সুতো বিক্রি করা হবে
ফলে, তাঁতিরা নিজেদের তৈরি কাপড় বিক্রি করে আরো বেশি টাকা লাভ করতে পারবেন
প্রথম হাবটি তৈরি হচ্ছে বর্ধমানের পূর্বস্থলীতে, কাজ প্রায় শেষের পথে, দ্বিতীয়টি তৈরি হবে কোচবিহারে
এই দুই হাবের সাফল্য বিবেচনা করে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তৈরি হবে আরও ৮টি হাব
আগামী তিন বছরের মধ্যে বাংলাকে সুতো উৎপাদনে স্বনির্ভর করতে এবং সঠিক দামে তাঁতিদের কাছে সুতো পৌঁছে দেওয়ার জন্য সবরকম উদ্যোগ নিচ্ছে বাংলার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তর