বাংলা বিভাগে ফিরে যান

১০০ দিনের কাজ প্রকল্পে উপকৃত ১ কোটি

জানুয়ারি 9, 2022 | < 1 min read

করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেলেও চলতি অর্থবর্ষে রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্প কিন্তু মোটেও গতি হারায়নি। এই সময়ে বাংলার এক কোটির বেশি মানুষ কাজ পেয়েছেন।
এর ফলে গ্রামীণ অর্থনীতি অনেকটাই সচল রয়েছে। গ্রামীণ পরিকাঠামো তৈরির কাজে যুক্ত শ্রমিকরা প্রতিদিন ২১৩ টাকা করে পাচ্ছে।


চলতি অর্থবর্ষে পঞ্চায়েত দপ্তর গত বুধবার পর্যন্ত ২৮ কোটি ৬৬ লাখ ৪৫ হাজার শ্রমদিবস তৈরি করতে সক্ষম হয়েছে। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ২৭ কোটি। কেন্দ্রীয় সরকারের কাছে ৩৩ কোটি শ্রমদিবস করার জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়েছে।


এখনও পর্যন্ত এই অর্থবর্ষে ৯ হাজার ২৬৭ কোটি টাকার বেশি খরচ হয়েছে এই প্রকল্পে। যা দিয়ে রাস্তা, আলোর মতো গ্রামীণ পরিকাঠামো তৈরির কাজ হয়েছে। গত কয়েক বছরের মতো এবারও এই প্রকল্পে বাংলা অন্য সব রাজ্যকে ছাপিয়ে গিয়ে, প্রথম স্থানে রয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ব্যালটে ভাঁড়ে মা ভবানী, বামেদের ভরসা নারায়ণ-শ্রীলেখা
FacebookWhatsAppEmailShare
উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বাংলার ৬ কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
FacebookWhatsAppEmailShare