দেশ বিভাগে ফিরে যান

স্বাস্থ্য ব্যবস্থায় দেশের নিকৃষ্টতম ডবল ইঞ্জিন যোগী রাজ্য

জানুয়ারি 5, 2022 | < 1 min read

যে যোগী রাজ্যকে নরেন্দ্র মোদী উত্তমপ্রদেশের তকমা দিয়ে ঢালাও প্রচার চালাচ্ছেন, সেই রাজ্যই মুখ থুবড়ে পড়ল খোদ কেন্দ্রীয় সরকারের রিপোর্টে। নীতি আয়োগ জানিয়ে দিল, দেশের মধ্যে নিকৃষ্টতম স্বাস্থ্য পরিষেবা উত্তরপ্রদেশের। আর দ্বিতীয় ও তৃতীয় নিকৃষ্ট স্বাস্থ্য পরিকাঠামোর রাজ্যগুলিও সেই মোদির ব্র্যান্ড ডবল ইঞ্জিনের, এনডিএ শাসিত বিহার এবং মধ্যপ্রদেশ।

করোনাকালে গঙ্গায় ভেসেছে অসংখ্য মৃতদেহ। গত দু’মাস ধরে সেই ‘ডবল ইঞ্জিন’ সরকারের উত্তরপ্রদেশকেই সোনার রাজ্য হিসেব বর্ণনা করে নির্বাচনী প্রচার চালাচ্ছে বিজেপি। ভারতের প্রতিটি রাজ্যের সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হচ্ছে উত্তরপ্রদেশ কীভাবে উত্তমপ্রদেশে পরিণত হচ্ছে।

যদিও উন্নয়নের প্রমাণ হিসেবে বিজ্ঞাপিত ছবির কোনওটি আসলে কলকাতার উড়ালপুল, কোনওটি চীনের এয়ারপোর্টের। তবে এবার, মোদী এবং যোগীর প্রচারের ফানুস ফেটে গেল বিজেপি সরকারেরই অন্দরের রিপোর্টে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare