দেশ বিভাগে ফিরে যান

সার নিয়ে মোদী সরকারের বঞ্চনার প্রতিবাদে সরব বাংলা

নভেম্বর 29, 2021 | < 1 min read

সার নিয়ে বাংলাকে বঞ্চনা করেই চলেছে কেন্দ্র। আলু, বোরো ধান-সহ বিভিন্ন চাষের ক্ষেত্রে ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং মিউরিয়েট অফ পটাশ (এমওপি) সার ব্যবহার করা হয়। কিন্তু প্রয়োজনীয় সার রাজ্যকে দিচ্ছেনা কেন্দ্র। রাজ্যের দেওয়া তথ্য অনুযায়ী, গত দু’মাসে ডিএপি ও এমওপি নিয়েও বঞ্চনা করেছে কেন্দ্র।


ডিএপি – নভেম্বর মাসে ৪৩৭২৫ মেট্রিক টনের মধ্যে প্রদান করা হয়েছে ৭৬৬৫ মেট্রিক টন। এমওপি – নভেম্বরে ৩৯৫৮০ মেট্রিক টনের মধ্যে বাংলা পেয়েছে মাত্র ৫২৯৩ মেট্রিক টন।

এমনকি খারিফ মরসুমে কেন্দ্র ৫০ ও ৩৭ শতাংশ সার দিয়েছিল। এই অবস্থায় কেন্দ্রের কাছে রাজ্যের দাবি চলতি বছরের শেষ দু’মাসে বকেয়া থাকা সার অবিলম্বে পরিশোধ করুক কেন্দ্র।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare