দেশ বিভাগে ফিরে যান

লখিমপুরে বিজেপি মন্ত্রীর গাড়ি পিষে দিল কৃষকদের

অক্টোবর 4, 2021 | < 1 min read

উত্তরপ্রদেশের লখিমপুর খিরি জেলায় বিজেপির পতাকা লাগানো একটি গাড়ি পিষে দিল কৃষকদের।

উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, মোট আটজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চারজন কৃষক। আহত হয়েছেন ৮ জন।

রবিবার লখিমপুর খিরি জেলায় উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের একটি অনুষ্ঠান ছিল।

নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাঁকে কালো পতাকা দেখানোর জন্য অনেক কৃষক জমায়েত শুরু করেন।

শুরু হয় পুলিশ এবং বিজেপি কর্মীদের সঙ্গে তাঁদের বচসা, তারইমধ্যে কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়। সেই গাড়িটিতে লাগানো ছিল বিজেপির পতাকা।

সূত্রের খবর গাড়িটিতে ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র। যদিও মন্ত্রী একথা অস্বীকার করেছেন সংবাদ মাধ্যমের কাছে।

রীতিমতো ধুন্ধুমার বেঁধে যায়। তিনটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেন ক্ষুব্ধ লোকজন।

এর আগেও উত্তরপ্রদেশে হাথরাস ও সোনভদ্রে নৃশংস ঘটনার সাক্ষী থেকেছে সারা দেশবাসী।

একের পর হওয়া ঘটনা বারবার প্রমাণ করছে উত্তরপ্রদেশের প্রশাসনিক ব্যবস্থার চরম অক্ষমতা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare