খবর বিভাগে ফিরে যান

মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে ১০ লক্ষ টাকা ঋণ

সেপ্টেম্বর 9, 2020 | < 1 min read

মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ১০ লক্ষ টাকা পর্যন্ত  ঋণ

করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে বিপর্যস্ত শহরাঞ্চলের অর্থনীতি। তাই তা চাঙ্গা করতে এবার বাংলার মহিলাদের আয় বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। এই লক্ষ্যে শহরাঞ্চলের মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সহজ শর্তে ১০ লক্ষ টাকা পর্যন্ত  ঋণ প্রদানের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 

বিভিন্ন উৎপাদনমুখী কাজের সঙ্গে যুক্ত এ ধরণের গোষ্ঠীই এই আর্থিক সহায়তা পেতে পারে। বার্ষিক সুদের হার মাত্র ৭ শতাংশ। প্রথম কিস্তিতে দেড় লক্ষ টাকা দেওয়া হবে। সেই টাকা পরিশোধ করার পর দ্বিতীয় কিস্তির টাকা মিলবে। এভাবে ধাপে ধাপে এক একটি স্বনির্ভর গোষ্ঠী ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবে। 

রাজ্যে মোট ১২৫টি পুরসভা ও ৬টি পুর নিগম এলাকায় প্রায় ৬০ হাজার স্বনির্ভর গোষ্ঠী রয়েছে যারা হাঁস-মুরগি ও ছাগল পালন, হস্তশিল্প ও ক্ষুদ্রশিল্প ভিত্তিক উৎপাদনমুখী কাজের সঙ্গে যুক্ত। 

কোভিড পরিস্থিতে তারা মাস্ক, স্যানিটাইজার, পিপিই কিটের মতো নানা সরঞ্জামও তৈরি করছে। বাড়তি ঋণ পেলে এই সব স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলা ও তাদের পরিবারের সদস্যরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। গ্রামীণ অর্থনীতিকে মূল স্রোতে ফেরাতেই এই উদ্যোগ। 

_

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অষ্টমীর খিচুড়ি এবার রাঁধুন ভারতের অন্য রাজ্যের কায়দায়
FacebookWhatsAppEmailShare
দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare