দেশ বিভাগে ফিরে যান

নির্বাচনের আগে গুজরাতে সেতু ভেঙে পড়া কি ভগবানের পাঠানো কোন ইঙ্গিত?

অক্টোবর 30, 2022 | < 1 min read

সালটা ২০১৬। বাংলায় তখন বিধানসভা নির্বাচন চলছে। নির্বাচনের দিন উত্তর কলকাতায় বিবেকানন্দ রোডের উপর নির্মীয়মাণ পোস্তা উড়ালপুলের একাংশ ভেঙে পড়েছিল। সেই সময় নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে এসে বলেছিলেন, কলকাতার এই উড়ালপুল ভাঙার মাধ্যমে ভগবান বাংলার জনগণকে খবর পাঠিয়েছেন যে, শাসক দলের তৈরী ব্রিজ যেভাবে ভেঙেছে, বাংলা ও একদিন একইভাবে ভেঙে পড়বে তৃণমূল সরকার ক্ষমতায় ফিরলে।

২০২২: আজ সন্ধ্যে ৬ টা ৪২ মিনিট নাগাদ গুজরাতের মোরবি জেলার মাচ্চু নদীর উপর একটি ঝুলন্ত সেতু ভেঙে পড়ে. সূত্রের খবর ব্রিটিশ আমলে ২৩০ মিটার লম্বা এই ব্রিজ সংস্কারের পর দিন কয়েক আগেই এটি খুলে দেওয়া হয়েছিল। তারপরেই এই ভয়াবহ দুর্ঘটনা।

চলতি বছরের শেষে গুজরাতে বিধানসভা নির্বাচন। তার আগে রবিবারই তিন দিনের গুজরাত সফরে এসেছেন মোদীজি। আর এর মধ্যেই এই বিপর্যয়।

২০১৬ সালের মোদী জি’র সেই বক্তব্যকে প্রাসঙ্গিক মনে করা হলে, তাহলে কি এটাও গুজরাত নির্বাচনের আগে রাজ্যবাসীকে ভগবানের পাঠানো কোন ইঙ্গিত? প্রশ্ন করছেন নেটিজেনরা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare