দেশ বিভাগে ফিরে যান

আদিবাসী উন্নয়ন তাঁর জমানাতেই, দাবি নরেন্দ্র মোদীর

নভেম্বর 19, 2021 | < 1 min read

নরেন্দ্র মোদির কৃতিত্ব জাহিরের বহর ক্রমশ বাড়ছে

উনি দাবি করেছেন, আগে কখনও আদিবাসীদের অবদানকে কেউ স্বীকৃতি দেয়নি। অন্ধকারে রেখে দেওয়া হয়েছে তাঁদের গৌরবময় ভূমিকা।

ইতিহাস অন্তত ওনার এই দাবিকে সমর্থন করবে না।

কারণ, ১৯৭৮ সালে জনতা সরকারের আমলে হয়েছিল অনগ্রসরদের জন্য নতুন তফসিলি জাতি ও উপজাতি মন্ত্রক।

আবার ১৯৯৯ সালে অটলবিহারী বাজপেয়ির শাসনকালে তৈরি হয়েছিল পৃথক উপজাতি উন্নয়ন বিষয়ক মন্ত্রক।

এখানেই শেষ নয়, ২০০৪ সালে গঠিত হয়েছিল ন্যাশনাল কমিশন ফর ট্রাইবাল।

সুতরাং বিমা, ব্যাঙ্ক ও পেনশনের মতো উপজাতি উন্নয়নের সব কৃতিত্ব নরেন্দ্র মোদি নিতে চাইলেও ভারতের সরকারি রেকর্ড কিন্তু সেকথা বলছে না।

রাজনৈতিক বাধ্যবাধকতায় প্রধানমন্ত্রী এখন জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী অথবা মনমোহন সিংদের উন্নয়নের কৃতিত্বও দিতে চাইছেন না।

কিন্তু সরকারি স্তরে স্বয়ং অটলবিহারী বাজপেয়ির তৈরি তফসিলি উপজাতিদের জন্য মন্ত্রক কিংবা কমিশন! সেটাও ভুলে গেলেন নরেন্দ্র মোদি

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare