খবর বিভাগে ফিরে যান

অচেনা লক্ষ্মী ঠাকুর

অক্টোবর 30, 2020 | < 1 min read

এবার কি বাঙালিদের চেনা লক্ষ্মী ঠাকুরকে ভুলে যেতে হবে?

বাংলায় উত্তর-ভারতীয় হিন্দি সংস্কৃতি চাপানোর একটা চেষ্টা চলে আসছে অনেকদিন থেকেই। এখন তাতে সরাসরি ইন্ধন যোগাচ্ছে কেন্দ্রে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল।

সে দুর্গা পুজো সম্বন্ধে ভুয়ো খবর প্রচার হোক বা যেন তেন প্রকারণে বাংলা ভাষা বা বাঙালিকে ছোট করে দেখানো হক, এসব তো এখন সোশ্যাল মিডিয়ায় রোজকার ব্যাপার।

কিন্তু এবার তো চোখ কপালে ওঠার মত ব্যাপার- স্বয়ং মা লক্ষ্মী ছবি নিয়ে রাজনীতি। লক্ষ্মী প্রতিমার চারটি হাত! বসে আছেন পদ্ম ফুলে! নেই গাছ কৌটো বা ধান।

এই ছবি দিয়ে টুইট করলেন এক কেন্দ্রীয় মন্ত্রী যিনি আবার বাঙালি! বাংলায় ধান, চাল, অন্নের প্রতীক হলেন লক্ষ্মী। আমাদের সাবেক দেব-দেবীদের মূর্তি বদলে ফেলে নিজেদেরকে বাংলার বা বাঙালি প্রতিপন্ন করার এ কেমন প্রচেষ্টা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অষ্টমীর খিচুড়ি এবার রাঁধুন ভারতের অন্য রাজ্যের কায়দায়
FacebookWhatsAppEmailShare
দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare