বাংলা বিভাগে ফিরে যান

৯ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে আর্থিক সহযোগিতা

নভেম্বর 19, 2020 | < 1 min read

জাগো প্রকল্পে রাজ্যের ৯ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে ৫ হাজার টাকা করে অনুদান

‘জাগো’ প্রকল্পে রাজ্যের ৮.৯৭ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে আর্থিক সহযোগিতা করবে রাজ্য সরকার। প্রতিটি গোষ্ঠীর অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে পাঠানো হবে। সেই প্রক্রিয়া কোথাও কোথাও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি স্বনির্ভর গোষ্ঠী এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। এখানকার ৭৭ হাজার স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে রাজ্য সরকার টাকা পাঠাবে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার ৭৬ হাজার, পূর্ব মেদিনীপুরের ৭৪ হাজার, নদীয়ার ৬৫ হাজার স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে পাঁচ হাজার করে টাকা পাঠানো হবে।

যেসমস্ত স্বনির্ভর গোষ্ঠী কমপক্ষে ছ’মাস আগে তৈরি হয়েছে এবং যাদের রেজিস্ট্রেশন আছে তারাই এই প্রকল্পের আওতায় আসবে। 

স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত হয়ে গ্রামের মহিলারা বিভিন্ন ধরনের কাজ করে নিজেদের পায়ে দাঁড়াতে শুরু করেছে। বিড়ি বাঁধার পাশাপাশি তারা মাছ, হাঁস, মুরগি সহ বিভিন্ন ধরনের চাষ করে আয়ের মুখ দেখতে শুরু করেছেন। অনেক স্বনির্ভর গোষ্ঠী স্কুলের পোশাক তৈরি করে আয় করছে। 

এখন স্বনির্ভর গোষ্ঠীর দৌলতে তারা বিভিন্ন ধরনের গঠনমূলক কাজ করে সংসার চালাতে পারছেন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ব্যালটে ভাঁড়ে মা ভবানী, বামেদের ভরসা নারায়ণ-শ্রীলেখা
FacebookWhatsAppEmailShare
উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বাংলার ৬ কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
FacebookWhatsAppEmailShare