দেশ বিভাগে ফিরে যান

গুজরাতে ঝুলন্ত সেতু ভেঙে মৃত প্রায় ১৪০, নিখোঁজ বহু

অক্টোবর 30, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: টুইটার

এই মুহূর্তে রাজ্য রাজনীতির সবচেয়ে বড় ঘটনা হল গুজরাতের সেতু দুর্ঘটনা। গতকাল সন্ধ্যেবেলা গুজরাতের মোরবিতে মচ্ছু নদীর ওপর সম্প্রতি উদ্বোধন হওয়া একটি কেবল ব্রিজ ভেঙে পড়েছে।

কেউ বলছে পর্যটকদের অতিরিক্ত চাপ নিতে না পেরেই এই বিপত্তি। শোনা যাচ্ছে, প্রায় ৫০০ জন পর্যটক উঠে পড়েছিলেন ওই ব্রিজে। এই ঘটনায় মৃত প্রায় ১৪০, আর আহতের সংখ্যা ১৭০ এর বেশি।

চলতি বছরের শেষে গুজরাতে বিধানসভা নির্বাচন। তার আগে রবিবারই তিন দিনের গুজরাত সফরে এসেছেন মোদীজি। আর এর মধ্যেই এই বিপর্যয়। শোনা যাচ্ছে, পায়ে হাঁটার সেতু ভেঙে এত মৃত্যুর ঘটনা এর আগে কখনো ঘটেনি। গুগলে ‘ফুট ব্রিজ কোল্যাপস্’ লিখে সার্চ দিলে যা বেরোচ্ছে, তাতে এত মৃত্যুর ‘নজির’ মিলছে না।

আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, আজ সকালে ফেসবুকে গুজরাত সম্পর্কিত সব পোস্ট রেস্ট্রিকটেড করা ছিল। #Gujarat দিয়ে ফেসবুকে সার্চ করলে কিছু দেখা যাচ্ছে না। কিন্তু, বর্তমানে সেই রেস্ট্রিকশন তুলে নেওয়া হয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare