ছন্দে ফিরছে শীত! ফের রাজ্যে পারদ পতনের পূর্বাভাস
জানুয়ারি 8, 2025 < 1 min read
নতুন বছরের গোড়া থেকেই শুরু হয়েছে শীতের স্পেল৷ জাঁকিয়ে শীত পড়েছে বঙ্গে৷ তাপমাত্রা আরও নামতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের৷ রাতের তাপমাত্র লাফিয়ে নামতে চলেছে৷ ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের৷ আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আগামী দু’দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে৷ আগামী ২ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমতে পারে।
আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব কটি জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে৷ হাওয়া অফিস সূত্রে খবর, দার্জিলিঙ, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হলেও এই মুহূর্তে সেখানেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে আগেভাগে জানিয়ে দেওয়া হয়েছে। আলিপুর হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ৯ এবং ১০ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এই সময় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। ১১ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মতো। এরপর ১২ এবং ১৩ তারিখ হতে পারে ১৫ ডিগ্রি।
6 days ago
6 days ago
6 days ago
আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে - NewszNow
আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে NewszNow অর্থনীতি -6 days ago
6 days ago
বিজেপি বিরোধিতায় আপের পাশে তৃণমূল - NewszNow
বিজেপি বিরোধিতায় আপের পাশে তৃণমূল NewszNow রাজনীতি -