সঞ্জয়কে কেন ফাঁসির শাস্তি নয়! বিচারক অনির্বাণ দাস কী কী ব্যাখ্যা দিয়েছেন
জানুয়ারি 21, 2025 < 1 min read

গত ৯ অগস্টের একটি ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা কলকাতা শহর। সরকারি মেডিক্যাল কলেজে কর্তব্যরত এক চিকিৎসককে হাসপাতালের ভিতরেই ধর্ষণ ও খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। উদ্ধার হয় আরজি করের এক তরুণী চিকিৎসকের দেহ। সেই ঘটনা সামনে আসার পরই আগুন ছড়িয়ে পড়ে গোটা রাজ্য তথা গোটা দেশে। কলকাতা শহর থেকে আঁচ ছড়িয়ে পড়ে রাজধানী দিল্লি পর্যন্ত চিকিৎসকের মৃত্যুর বিচার চেয়ে পথে নামেন দিল্লি এইমস-এর চিকিৎসকরাও।
সেই ঘটনার রায়দান হল। আর সেই রায় দিতে গিয়ে বিচারক জানালেন, অভিযোগগুলি বিরল নয়। গত শনিবার মোট তিনটি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে ঘটনার অভিযুক্ত সঞ্জয় রায়কে। ভারতীয় ন্যায় সংহিতার তিনটি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে তাঁকে। ৬৪, ৬৬ ও ১০৩ (১) ধারায় দোষী সাব্যস্ত করা হয়। এই তিন ধারার মধ্যে সর্বনিম্ন সাজা ১০ বছরের জেল ও সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।
সোমবার সেই মামলায় আমৃত্যু কারাদণ্ডর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে এও জানানো হয়েছে যে এই তিনটি ধারা দেওয়া হলেও,তা বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে মনে হয়নি। রায় ঘোষণা প্রসঙ্গে ঐতিহাসিক বচ্চন সিং মামলার প্রসঙ্গ টেনে এনেছেন বিচারক।
রায় ঘোষণা করতে গিয়ে বিচারক বলেন, “এটি স্পষ্ট যে, এই মামলা “সবচেয়ে বিরল” মানদণ্ডে পড়ে না”। তাঁর কথায়, “সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে, মৃত্যুদণ্ড কেবল তখনই ব্যবহার করা উচিত যখন সমাজের সম্মিলিত বিবেক এতটাই ক্ষুব্ধ যে তারা বিচার দেওয়ার ক্ষমতাপ্রাপ্তদের থেকে মৃত্যুদণ্ড প্রত্যাশা করে”।
#Justice Anirban Das, #Sanjay Rai, #RG Kar Rape and Murder, #We want Justice




5 days ago
5 days ago
অপরাজিতা বিল নিয়ে সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল - NewszNow
tinyurl.com
অপরাজিতা বিল নিয়ে সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল NewszNow দেশ -5 days ago
5 days ago
5 days ago
রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী ! অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতি সিনহার
বিস্তারিত:
#StatePolice #CentralForce #IllegalConstruction #NewszNow