NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

কলকাতা বিভাগে ফিরে যান

জমি জবরদখল রুখতে কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর, পুনরুদ্ধারে বেঁধে দিলেন ডেডলাইন

জানুয়ারি 3, 2025 < 1 min read

সরকারি জমি যেন দখল না হয়। তা হলে এসপি ও আইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে জমির জবরদখল বরদাস্ত নয়। কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর। তিনি জানিয়েছেন, যেভাবেই হোক এলাকা দখলমুক্ত করতে হবে। প্রয়োজনে ইডি, সিবিআইয়ের মতো সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। ছয় মাসের মধ্য়ে নথি দেখে ব্যবস্থা নিতে হবে। জমির দখল রুখতে কমিটি গড়া হবে। ওই কমিটিতে নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী।

এই বিষয়ে সংশ্লিষ্ট আবাসন সম্পর্কিত সংস্থা ‘রেরা’-কে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে বলেছেন মুখ্যমন্ত্রী।‘অবৈধ’ভাবে তৈরি ফ্ল্যাটগুলিকে কীভাবে আইনি কাঠামোয় আনা যায় সে পন্থাও বাতলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্নীতিগ্রস্তদের জন্য যাতে বসতি অঞ্চলের মানুষকে ছাদ হারাতে না হয়, সে ব্যবস্থা এদিন করে দেন ‘মানবিক’ মমতা। আগামী জুন মাস পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়ে তিনি বলেন, “যারা জবরদখল হওয়া এলাকাগুলিতে বসবাস করছেন, যাঁদের দোকান রয়েছে তাঁদের জন্য ৬ মাস সময় দেওয়া হবে। সরকারের তরফে একটা দাম বেঁধে দেওয়া হবে। তিন ধাপে টাকা দেওয়ার সুযোগ দেওয়া হবে। সরকারকে টাকা দিয়ে বেআইনি জায়গাগুলিকে বৈধ করা হবে।”

তবে যারা জমি জবরদখলের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ, “যারা অবৈধ ফ্ল্যাট বানিয়ে পালিয়ে গিয়েছে তাদের ধরতে হবে। দরকার হলে তাদের ইডি, সিবিআইয়ের মতো সরকারি সম্পত্তি ক্রোক করা হবে। কোনও নেতা-মন্ত্রীর তাঁবেদারি আমি সহ্য করব না। দোষ কোনও গরিব মানুষের নেই। যারা অনুমতি দিয়েছে, আমিও যদি দিয়ে থাকি, বা কোনও আধিকারিক করলে তাদের ব্ল্যাকলিস্টেড করতে হবে। কোনও আধিকারিক যুক্ত থাকলে তার পেনশনের ক্ষেত্রে ব্যবস্থা করতে হবে।”

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্য, মামলার অনুমতি ডিভিশন বেঞ্চে

FacebookWhatsAppEmailShare

‘করের টাকা নষ্ট করে জেলবন্দি রাখার অর্থ নেই’, সঞ্জয়ের সাজায় ‘অখুশি’ অভিষেক

FacebookWhatsAppEmailShare

বিজেপির আবেদনে সাড়া, কলকাতায় প্রকাশ্যে বিক্রি করা যাবেনা মুরগির মাংস

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...