স্টার থিয়েটারের নাম সরিয়ে বিনোদিনী থিয়েটারের বোর্ড লাগাল পুরসভা
ডিসেম্বর 31, 2024 < 1 min read
কয়েক ঘণ্টার মধ্যে কার্যকর হল মুখ্যমন্ত্রীর নির্দেশ। বদলে গেল শতাব্দী প্রাচীন থিয়েটার হলের নাম। স্টারের নাম বদলে হল বিনোদিনী থিয়েটার। সোমবার সন্ধ্যার মধ্যে নতুন নামের অস্থায়ী ফলক লাগিয়ে ফেলেছে কলকাতা পুরসভা। সরিয়ে ফেলা হয়েছে স্টার নামের ফলকও। সোমবার সন্দেশখালির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহ্যবাহী এই প্রেক্ষাগৃহের নাম বদলের কথা ঘোষণা করেন। তিনি বলেন, বিনোদিনীর নামে নামকরণ হতে চলেছে স্টার থিয়েটারের। তাঁর ঘোষণা মাত্রই সার্কুলার জারি করে স্টার থিয়েটারের জায়গায় এখন জ্বলজ্বল করছে নয়া নাম বিনোদিনী থিয়েটার৷
প্রসঙ্গত, 1883 সালে উত্তর কলকাতারই বিডন স্ট্রিটে প্রথম তৈরি হয় এই ঐতিহ্যবাহী থিয়েটারটি। সেই সময় স্টার থিয়েটার তৈরির পেছনে বড় ভূমিকা নিয়েছিলেন নাট্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ ও বিনোদিনী দাসী। এমনটাও শোনা যায়, এই বিনোদিনী দাসীকেই স্টার থিয়েটার তৈরির টাকা জোগাড় করার জন্য অনুরোধ করেছিলেন। শোনা যায়, তখন নাকি বলা হয়েছিল তাঁর নামেই নাম রাখা হবে থিয়েটারের।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হেরিটেজ বিভাগের মেয়র পরিষদ স্বপন সমাদ্দার বলেন, স্টার থিয়েটারের নাম আসলে নটি বিনোদিনী নামের নামকরণ হওয়ার কথা ছিল। কিন্তু তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার ফলে তার নামের বদলে স্টার থিয়েটার করা হয়েছিল।
6 days ago
6 days ago
6 days ago
আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে - NewszNow
আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে NewszNow অর্থনীতি -6 days ago
6 days ago
বিজেপি বিরোধিতায় আপের পাশে তৃণমূল - NewszNow
বিজেপি বিরোধিতায় আপের পাশে তৃণমূল NewszNow রাজনীতি -