রোজগারে রেকর্ড গড়লো বেঙ্গল সাফারি
ডিসেম্বর 31, 2024 < 1 min read
ভিড় একেবারে উপচে পড়ছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি। শীতের ছুটি কাটাতে বহু পর্যটক গিয়েছেন শিলিগুড়িতে, দার্জিলিংয়ে। আর এবার শিলিগুড়িতে বেড়াতে গেলে অনেকেরই গন্তব্য হয় শিলিগুড়ির বেঙ্গল সাফারি। সেক্ষেত্রে এই শীতের মরসুমে বিরাট ভিড় হচ্ছে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। একেবারে উপচে পড়া ভিড়। তবে সাধারণত সোমবার করে সাপ্তাহিক ছুটি থাকে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। কিন্তু বহু পর্যটক না জেনে বেঙ্গল সাফারিতে গিয়ে ফিরে আসছেন।
সেক্ষেত্রে এবার পর্যটকদের সুবিধার জন্য সোমবার করে বেঙ্গল সাফারি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। একদিনের রোজগারের নিরিখে রেকর্ড গড়ল বেঙ্গল সাফারি। রবিবার সাফারির কোষাগারে জমা পড়ল ১০ লক্ষ ২৩ হাজার টাকা। এদিন ৬ হাজার ৭০০ জন মানুষ এখানে আসেন। একদিনে এত সংখ্যক মানুষের উপস্থিতিতে উচ্ছ্বসিত সাফারি কর্তৃপক্ষ। তাই সোমবারও পার্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেঙ্গল সাফারির ডিরেক্টর ই বিজয়কুমার বলছেন, ‘বড়দিনের ভিড়কেও ছাপিয়ে গিয়েছে এদিনের ভিড়। আশা করছি, আগামী দিনগুলিতেও প্রচুর মানুষ সাফারিতে আসবেন এবং আনন্দে মেতে উঠবেন।’
6 days ago
6 days ago
6 days ago
আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে - NewszNow
আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে NewszNow অর্থনীতি -6 days ago
6 days ago
বিজেপি বিরোধিতায় আপের পাশে তৃণমূল - NewszNow
বিজেপি বিরোধিতায় আপের পাশে তৃণমূল NewszNow রাজনীতি -