শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা, কড়া নিরাপত্তার ব্যবস্থা গঙ্গাসাগরে
ডিসেম্বর 31, 2024 < 1 min read
মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগর মেলা ২০২৫ অনুষ্ঠিত হবে। পুণ্যস্নান উপলক্ষ্যে লক্ষ-লক্ষ পুণ্যার্থীর ভিড়ে ঠাসা থাকবে সাগরদ্বীপ। সোমবার আলিপুরে উচ্চপর্যায়ের সাংবাদিক বৈঠক করে মেলার প্রস্তুতি ও পুণ্যার্থীদের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও। মেলার নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেছেন তাঁরা । জানা গিয়েছে, ৬ জানুয়ারি গঙ্গাসাগর মেলার প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুলিশ সুপার জানিয়েছেন, এবার মেলায় ১৩ হাজার পুলিশ বাহিনীর নজরদারি থাকছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে জল-স্থলে সর্বত্রই থাকছে বাড়তি নজরদারি। পুণ্যার্থীদের যাতে কোনওরকম বিপদ না হয়, সেজন্য সাদা পোশাকের পুলিশবাহিনীর কড়া নজরদারি চলবে।
মোতায়েন থাকছে উপকূলরক্ষী বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। চলবে ড্রোনের মাধ্যমে নজরদারিও। মুড়িগঙ্গা নদীবক্ষ ও সমুদ্রে চলবে জোর টহলদারি। কলকাতা থেকে মেলায় পৌঁছতে বাস, ভেসেল, লঞ্চ পরিষেবা পর্যাপ্ত রাখা হচ্ছে। ২৫০০ বাস থাকছে। ২১ টি জেটি (স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে) চালু থাকবে। ১০০টি কাঠের লঞ্চ এবং ৩২ টি ভেসেল থাকছে। লট-৮ এবং নামখানা থেকে পুণ্যার্থীদের কচুবেড়িয়া এবং বেণুবনে পৌঁছে দেওয়া হবে। আগামী ৮ জানুয়ারি শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। শেষ হবে ১৭ জানুয়ারি। মকর সংক্রান্তির পুণ্যস্নান চলবে ১৪ জানুয়ারি সকাল ৬ টা ৫৮ মিনিট থেকে পরদিন সকাল ৬ টা ৫৮ মিনিট পর্যন্ত।
6 days ago
6 days ago
6 days ago
আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে - NewszNow
আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে NewszNow অর্থনীতি -6 days ago
6 days ago
বিজেপি বিরোধিতায় আপের পাশে তৃণমূল - NewszNow
বিজেপি বিরোধিতায় আপের পাশে তৃণমূল NewszNow রাজনীতি -