জোর ধাক্কা সইফদের, পতৌদির ১৫ হাজার কোটির সম্পত্তি চলে যাবে কেন্দ্রের হাতে
জানুয়ারি 22, 2025 < 1 min read

পতৌদি নবাব পরিবারের ঐতিহাসিক সম্পত্তি অধিগ্রহণ করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। সে রাজ্যের হাইকোর্ট সম্প্রতি এমনই রায় দিয়েছে। জানা গেছে, পতৌদি নবাব খানদানের ওই সম্পত্তির মূল্য প্রায় ১৫ হাজার কোটি টাকা। মধ্য প্রদেশের ভোপালে পতৌদি পরিবারের যে বিশাল সম্পত্তি রয়েছে, তা নিয়ে বিতর্ক অনেকদিনের। ২০১৫ সালে এই সম্পত্তি অধিগ্রহণের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, তবে মধ্য প্রদেশ হাইকোর্ট তা তুলে নেয় সম্প্রতি। বিচারপতি বিবেক আগরওয়াল রায় ঘোষণা করে বলেন যে ২০১৭ সালের সংশোধিত শত্রু সম্পত্তি আইন বা এনিমি প্রপার্টি অ্যাক্টের অধীনে ৩০ দিনের মধ্যে আবেদন জানাতে পারে।
সইফদের যে যে সম্পত্তিগুলি সরকারের হাতে চলে যেতে পারে, সেগুলি হল ফ্ল্যাগ স্টাফ হাউস। এছাড়া নুর উস সাবাহ প্যালেস, দার-আস-সালাম, হাবিবি বাংলো, আহমেদাবাদ প্যালেস ইত্যাদি। ভোপালের শেষ নবাব ছিলেন হামিদুল্লাহ খান। তাঁর তিন কন্যা ছিল। বড় কন্যা আবিদা সুলতান ১৯৫০ সালে পাকিস্তান চলে যান। দ্বিতীয় কন্যা সাজিদা সুলতান ভারতেই থেকে যান এবং নবাব ইফতিখার আলি খান পতৌদিকে বিয়ে করেন। সাজিদার নাতি সইফ আলি খান। তিনিও নবাবের সম্পত্তির অংশীদার।তবে আবিদা সুলতানের পাকিস্তান চলে যাওয়াই সমস্যা হয়ে দাঁড়ায়, সরকার এটিকে শত্রু সম্পত্তি বলে দাবি করে। ২০১৯ সালে আদালত সাজিদা সুলতান কে বৈধ উত্তরসূরীর স্বীকৃতি দিলেও, সম্প্রতি মধ্য প্রদেশ হাইকোর্ট সম্পত্তির উপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ায় নতুন সমস্যা দেখা দিয়েছে।




5 days ago
5 days ago
অপরাজিতা বিল নিয়ে সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল - NewszNow
tinyurl.com
অপরাজিতা বিল নিয়ে সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল NewszNow দেশ -5 days ago
5 days ago
5 days ago
রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী ! অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতি সিনহার
বিস্তারিত:
#StatePolice #CentralForce #IllegalConstruction #NewszNow