বাংলা বিভাগে ফিরে যান

নেপথ্যে অভিষেক, মানসিক ভারসাম্যহীন মহিলার সন্তানের দায়িত্বে বৃহন্নলা

সেপ্টেম্বর 29, 2024 | 2 min read

ফের অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যৌথ উদ্যোগে মানসিক ভারসাম্যহীন মহিলা পেলেন মাথা গোঁজার ঠাঁই। পাশাপাশি চিকিৎসার সুবন্দোবস্ত করে দেওয়ায় সুস্থভাবে পুত্র সন্তানের জন্ম দিলেন ওই অজ্ঞাতপরিচয় মহিলা। শিয়ালদহ-বজবজ শাখার বজবজ স্টেশনে বেশ কিছুদিন ধরেই এক অন্তঃসত্ত্বা মানসিক ভারসাম্যহীন মহিলা ঘুরে বেড়াচ্ছিল। বজবজ স্টেশন চত্বরে প্লাস্টিক দিয়ে তৈরি ঝুপড়িতেই থাকত ওই মানসিক ভারসাম্যহীন মহিলা এবং তাঁর মা। পথ চলতি মানুষ থেকে ট্রেন যাত্রী প্রায় সকলের থেকেই কিছু কিছু পয়সা চেয়ে তাদের দিন চলত। ওই মহিলা একদিকে যেমন কানে শুনতে পায় না, ঠিক তেমনি রাতের বেলাতেও একদমই প্রায় দেখতে পেত না।

বজবজ শিয়ালদহ শাখায় যাত্রীদের থেকে ভিক্ষা করা কুনাল দলুই নামে পূজালীর বাসিন্দা এক বৃহন্নলার দাবি তাঁকে তিনি প্রতিদিন দেখতেন। কিন্তু দেখলেও কোনও প্রকার অস্বাভাবিকতা ধরা পড়ত না চোখে। কিন্তু ওইদিন তিনি ওই মহিলাকে স্টেশন চত্তরেই নগ্ন অবস্থায় ছটফট করতে দেখেন। কাছে যেতেই তিনি বুঝতে পারেন ওই মহিলা অন্তঃসত্ত্বা। মহিলাকে জামা কাপড় পরানোর পাশাপাশি চিকিৎসার জন্য তিনি স্থানীয় বজবজ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৌশিক রায়ের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যোগাযোগ করলে সেখান থেকেই ওই ভারসাম্যহীন মহিলার চিকিৎসার জন্য যাতে ওই বৃহন্নলার পরিচয়পত্র ব্যবহার করা যায় সেই ব্যবস্থা করে দেওয়া হয়।এরপর তার তিনদিন পর বজবজ পৌর হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় ওই মহিলা। মা সদ্যোজাত দুজনেই বর্তমানে সুস্থ রয়েছে।ওই মহিলা এবং তার মায়ের থাকার জন্যও অস্থায়ী একটি ঘরেরও ব্যবস্থা করে দিচ্ছেন কাউন্সিলর কৌশিক রায়। পাশাপাশি ওই মহিলার চিকিৎসার যাবতীয় খরচ নিজের কাঁধে তুলে নিয়েছেন বজবজ পৌরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৫০ লক্ষ টাকা উড়েছে জুনিয়ার ডাক্তারদের আন্দোলনে!
FacebookWhatsAppEmailShare
মহালয়া থেকে দশমী, বৃষ্টিতে ভাসবে বাংলা
FacebookWhatsAppEmailShare
‘‌দ্রুতই চালু হবে রাত্তিরের সাথী অ্যাপ’‌, নবান্নে বৈঠকের পর বড় ঘোষণা করলেন মমতা
FacebookWhatsAppEmailShare