চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতদের জার্সিতে লেখা হবে না ‘পাকিস্তান’
জানুয়ারি 21, 2025 < 1 min read

Image – BCCI
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত-পাকিস্তান বিতর্কের শেষ নেই। এ বার শুরু জার্সি বিতর্ক। ভারতীয় দলের জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম রাখা হবে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এমন দাবির কথা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্তা।
সাধারণত মেগা টুর্নামেন্টের আয়োজক দেশের নাম জার্সিতে লেখার নিয়ম রয়েছে। সে হিসেবে হাইব্রিড মডেলে হলেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকস্বত্ব পাকিস্তানের কাছেই থাকছে। কিন্তু আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে কি সেই প্রথার অন্যথা ঘটবে? পাকিস্তানের নাম নিজেদের জার্সিতে রাখতে চায় না টিম ইন্ডিয়ার কর্তৃপক্ষ। প্রসঙ্গত, দিনকয়েক আগে জল্পনা ছড়ায় যে টুর্নামেন্ট শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে হয়তো পাকিস্তানে যেতে হতে পারে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে।
সেই নিয়ে বেশ আশাবাদী ছিল পাকিস্তান বোর্ড।যদিও শেষ পর্যন্ত বিসিসিআই সূত্রের খবর, রোহিত পাকিস্তানে যাচ্ছেন না। হয়তো ভারতের অন্য কোনও প্রতিনিধিকে পাঠানো হবে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। এমন পরিস্থিতিতে জার্সি নিয়ে শুরু হয়েছে নতুন সমস্যা। জার্সি বিতর্ক শেষ পর্যন্ত কোনদিকে মোড় নেয়, সেদিকে নজর রাখবে দুদেশের বোর্ডই।




5 days ago
5 days ago
অপরাজিতা বিল নিয়ে সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল - NewszNow
tinyurl.com
অপরাজিতা বিল নিয়ে সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল NewszNow দেশ -5 days ago
5 days ago
5 days ago
রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী ! অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতি সিনহার
বিস্তারিত:
#StatePolice #CentralForce #IllegalConstruction #NewszNow