প্রধানমন্ত্রীত্বের ১১ বছরের মাথায় প্রথম সাংবাদিক সম্মেলন মোদীর, তাও আমেরিকায়
ফেব্রুয়ারি 14, 2025 < 1 min read

সাংবাদিক সম্মেলন করতে একেবারে পছন্দ করেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু বর্তমান আমেরিকা সফরে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম প্রেস কনফারেন্স করলেন মোদী। ভারতে প্রেস মিট না করে বিদেশেই এই বিষয়ে হাতেখড়ি হল প্রধানমন্ত্রীর।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মার্কিনী সংবাদমাধ্যমের মুখোমুখি হন মোদী, যেখানে তাঁর দিকে ধেয়ে আসে একের পর এক প্রশ্ন। আমেরিকায় ঘুষ দেওয়া ও জালিয়াতির অভিযোগ রয়েছে মোদীঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে, যে সম্মন্ধে প্রশ্ন করা হয় তাঁকে।
প্রত্যুত্তরে মোদী জানান যে ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি, এবং এটি ব্যক্তিগত বিষয়, এই নিয়ে দুই দেশের দুই নেতার মধ্যে আলোচনা হয়না।
Finally!
— Saket Gokhale MP (@SaketGokhale) February 14, 2025
PM Modi is FORCED to do a press conference in the US – something he hasn’t done in India in 11 years.
THIS is why he NEVER takes press questions in India.
THIS is why his “interviews” in India are fully scripted.
He’s so ANGRY & FLUSTERED 👇pic.twitter.com/sG2cfdKCq8
প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে হাতেখড়ি নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখলে। নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যসভার সদস্য বলেছেন যে প্রধানমন্ত্রীকে অবশেষে বাধ্য করা হয়েছে সাংবাদিক সম্মেলন করার জন্য, যা তিনি গত ১১ বছরে ভারতে করেননি।
আদানির বিষয় নিয়ে প্রশ্ন করা হলে চোখ বিস্ফারিত হয় মোদীর। সেই নিয়েও কটাক্ষ করে গোখলে লিখেছেন যে ঠিক এই কারণে নরেন্দ্র মোদী কোনদিন সংবাদমাধ্যমের থেকে প্রশ্ন নেননা, এবং ভারতে দেওয়া সব সাক্ষাৎকার আগে থেকে স্ক্রিপ্টেড থাকে। দৃশ্যতই মোদী রেগে যাচ্ছেন এই প্রশ্নগুলিতে।




3 days ago
4 days ago
বিজেপির স্লোগান তুলে পোস্টার-কটাক্ষ তৃণমূলের - NewszNow
tinyurl.com
বিজেপির স্লোগান তুলে পোস্টার-কটাক্ষ তৃণমূলের NewszNow বাংলা -4 days ago
4 days ago
4 days ago
রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী ! অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতি সিনহার
বিস্তারিত:
#StatePolice #CentralForce #IllegalConstruction #NewszNow