এবার ‘ডাইনি’ হয়ে আসছেন মিমি চক্রবর্তী
ফেব্রুয়ারি 12, 2025 < 1 min read

প্রকাশ্যে এসেছে মিমি চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজের পোস্টার। সিনেমাপ্রেমী অনুরাগীদের মধ্যে অভিনেত্রীর লুক নিয়ে কৌতূহল দানা বেঁধেছে। তবে কি এবার মিমি ডাইনির ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন? তার অভিনীত নতুন ওয়েব সিরিজের পোস্টারে দেখা যায়, মিমি চক্রবর্তীর মুখে রক্ত ও হাতে কাটারি! অভিনেত্রীর চমকপ্রদ লুক দেখেই অনুরাগীদের কৌতূহল জোরালো হয়েছে। সিরিজের নাম ‘ডাইনি’। অনেকেরই মনে প্রশ্ন— তবে অভিনেত্রীকে কি তাহলে এবার ডাইনির চরিত্রে দেখা যাবে? সিরিজের পরিচালক নির্ঝর মিত্র। এই সিরিজে মিমি চক্রবর্তীর পাশাপাশি রয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ শ্রুতি দাস। তিনি মিমির বোনের চরিত্রে অভিনয় করবেন। সিরিজের প্লট– দুই বোনের ডাকিনীতন্ত্রের প্যাঁচে জড়িয়ে পড়ার গল্প।
হইচই প্ল্যাটফর্মে ‘ডাইনি’ সিরিজ মুক্তি পেতে চলেছে চলতি বছরের ১৪ মার্চ।এর আগে নির্ঝরের পরিচালনায় শিকারপুর সিরিজটি দারুণ প্রশংসা কুড়িয়েছিল জনতামহলে।নির্ঝর মিত্র বলেছেন, ‘‘আমার সিরিজ়ে ‘ডাইনি হত্যার প্রথা’র বিরোধিতা করতে চেয়েছি। এখনও রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বহু মহিলাকে ডাইনি অপবাদে হত্যা করা হয়। এই সিরিজ় তারই বিরোধিতা করবে।’’সামাজিক মাধ্যমে হইচইয়ের তরফে লেখা হয়েছে, “ভয় আর জমাট বাঁধা অন্ধবিশ্বাসের অন্ধকারের মাঝে অদম্য জেদকে আঁকড়ে ধরে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা…, ফিরছে হইচই-তে মিমি চক্রবর্তী, ‘ডাইনি’ নিয়ে !” এখানেই শেষ নয়, আর সেটি শেয়ার করে প্রযোজক মহেন্দ্র সোনি মিমি ও বাংলাদেশের মেগাস্টার শাকিব খান অভিনীত নায়িকার সর্বশেষ ছবি ‘তুফান’-এর ‘দুষ্টু কোকিল ডাকে রে কু কু কু…’ গানের প্রসঙ্গ টেনে লিখেছেন, “দুষ্টু কোকিল থেকে ডাইনি – জন্মদিনে মিমি চক্রবর্তীর কী অসাধারণ পরিবর্তন ।”




3 days ago
4 days ago
বিজেপির স্লোগান তুলে পোস্টার-কটাক্ষ তৃণমূলের - NewszNow
tinyurl.com
বিজেপির স্লোগান তুলে পোস্টার-কটাক্ষ তৃণমূলের NewszNow বাংলা -4 days ago
4 days ago
4 days ago
রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী ! অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতি সিনহার
বিস্তারিত:
#StatePolice #CentralForce #IllegalConstruction #NewszNow