মনমোহনের স্মৃতিসৌধ নির্মাণে সায় কেন্দ্রের
ডিসেম্বর 28, 2024 < 1 min read
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর স্মৃতিসৌধ তৈরি করা হোক, আর্জি জানিয়েছে কংগ্রেস৷ কিন্তু এখানেও বিতর্ক৷ কোথায় জায়গা দেওয়া হবে, তা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন৷ মনমোহন স্মৃতিসৌধ নিয়ে কংগ্রেস-বিজেপি বিবাদের মধ্যেই বিবৃতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানিয়ে দিল, মনমোহনের স্মৃতিসৌধ তৈরির জন্য জায়গা দেওয়া হবে।তবে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য কিছুটা সময় লাগবে।
স্বরাষ্ট্র মন্ত্রক বলছে, আগে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হোক৷ প্রাক্তন প্রধানমন্ত্রীদের ক্ষেত্রে দেখা গিয়েছে, যেখানে তাঁদের শেষকৃত্য করা হয়েছে, সেখানেই পরবর্তীতে গড়ে উঠেছে স্মৃতিসৌধ। মনমোহন সিং-র ক্ষেত্রেও তেমনটাই করা হোক৷ এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়্গে৷ কিন্তু সেই চিঠি পাওয়ার পর কেন্দ্রের তরফে কোনও সাড়া মেলেনি বলেই দাবি জানায় কংগ্রেস৷ শুরু হয় বিতর্ক৷ বেলায় অবশ্য জানা যায়, আজ, শনিবার বেলা পৌনে ১২টার সময় লালকেল্লার পিছন দিকে নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহ সিং-এর শেষকৃত্য সম্পন্ন হবে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই এই সিদ্ধান্ত ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য তাঁদের৷
6 days ago
6 days ago
6 days ago
আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে - NewszNow
আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে NewszNow অর্থনীতি -6 days ago
6 days ago
বিজেপি বিরোধিতায় আপের পাশে তৃণমূল - NewszNow
বিজেপি বিরোধিতায় আপের পাশে তৃণমূল NewszNow রাজনীতি -