কলকাতা পুলিশ ঢেলে সাজছেন মমতা, তদন্তে নতুন ৫ ডেপুটি কমিশনার পদ
ফেব্রুয়ারি 5, 2025 < 1 min read

কলকাতা পুলিশকে ঢেলে সাজাতে ঐতিহাসিক প্রস্তাব পাস হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের প্রস্তাবে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। স্বরাষ্ট্র তথা পুলিশ দফতর মুখ্যমন্ত্রীর অধীনে রয়েছে। সূত্রের খবর, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল রাজীব কুমারের পরামর্শেই এই সংস্কারের পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, সেই প্রস্তাব মতো এবার কলকাতা পুলিশে নতুন ১২টি ডেপুটি কমিশনার পদ তৈরি করা হচ্ছে। এর মধ্যে পাঁচ জনের কাজই হবে তদন্তে নেতৃত্ব দেওয়া।
আরজি কর পরবর্তী অধ্যায়ে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বস্তুত আরজি করের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ডিজি রাজীব কুমার পুলিশি ব্যবস্থায় কিছুটা সংস্কার এনেছেন। যেমন, কোনও বড় অপরাধের ঘটনা ঘটে গেলে, দ্রুত তদন্ত করা। এফআইআর লেখা থেকে ময়নাতদন্তে প্রক্রিয়াগত কোনও ত্রুটি না রাখা। যাতে পরে আদালতে গিয়ে কোনও প্রশ্নের মুখে পড়তে না হয়, এবং তিন, আইনের ধারা মেনে নির্ভুল ভাবে চার্জশিট তৈরি করা।
বস্তুত তাঁর পরামর্শেই সম্প্রতি সরকার প্রতিটি জেলায় পুলিশকে সাহায্য করার জন্য আইনি উপদেষ্টা নিয়োগ করেছে। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর নবান্ন সূত্রে জানা গিয়েছে, নতুন যে ১২ জন ডেপুটি কমিশনার হবে তাঁরা সবাই নন আইপিএস ক্যাডার অফিসার। কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদ থেকে তাঁরা পদোন্নতির মাধ্যমে উঠে আসবেন। বর্তমানে যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদ রয়েছে তাকে দুটি শ্রেণিতে ভাগ করা হবে।




3 days ago
4 days ago
বিজেপির স্লোগান তুলে পোস্টার-কটাক্ষ তৃণমূলের - NewszNow
tinyurl.com
বিজেপির স্লোগান তুলে পোস্টার-কটাক্ষ তৃণমূলের NewszNow বাংলা -4 days ago
4 days ago
4 days ago
রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী ! অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতি সিনহার
বিস্তারিত:
#StatePolice #CentralForce #IllegalConstruction #NewszNow