দেশ বিভাগে ফিরে যান

অস্কারের দৌড়ে সামিল ‘লাপতা লেডিস’ না ‘স্বতন্ত্র বীর সাভারকর’?

সেপ্টেম্বর 26, 2024 | < 1 min read

অস্কারে যাচ্ছে পরিচালক কিরণ রাওয়ের ছবি ‘লাপতা লেডিজ’। আগামী বছর অস্কারে ভারতের এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছে নারী ক্ষমতায়নের উপর তৈরি হওয়া এই ছবি। ভারতের ফিল্ম ফেডারেশনের নির্বাচন কমিটির তরফে সোমবারেই এই ঘোষণা সারা হয়েছিল। এই ঘোষণা হতেই হইহই পড়ে গিয়েছিল দেশজুড়ে। অস্কারের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য ‘লাপতা লেডিজ’কে বাছাই করার জন্য নির্বাচন কমিটি ও ছবির গোটা টিম এবং দশককেও কৃতজ্ঞতা ও ধন্যবাদও জানিয়েছিলেন কিরণ ও আমির।

মঙ্গলবার ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবির প্রযোজক সন্দীপ সিং ঘোষণা করেন তাঁর এই ছবিও যাচ্ছে আগামী বছরের অস্কারের মঞ্চে! শুধু তাই নয়, তাঁর দাবি ভারতের তরফে এই ছবি ‘আনুষ্ঠানিক’ভাবেই যাচ্ছে অস্কারের লড়াইয়ে। বিভ্রান্তির জবাবে, এফএফআই সভাপতি রবি কোট্টাকারা স্পষ্ট করে বলেন, ‘ওরা (সাভারকরের নির্মাতারা) কিছু ভুল বার্তা দিয়েছে। এ বিষয়ে আমিও একটি বিবৃতি দিতে যাচ্ছি। ভারত থেকে অস্কারের জন্য শুধু লাপাতা লেডিজকে পাঠানো হয়েছে।’ছবির সহ-প্রযোজক আনন্দ পণ্ডিতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জোর দিয়ে বলেন, ছবিটি এফএফআই জমা দিয়েছে। তিনি বলেন, ‘ছবিটি কবে জমা পড়েছে তা আমি জানতাম না; সোমবার আমাকে বিষয়টি জানানো হয়। অস্কারে যাওয়া একটি বড় মাইলফলক। আমি অবশ্যই খুব খুশি।’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মাঙ্কিপক্স সম্পর্কে সচেতনতা তৈরি করতে পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রক
FacebookWhatsAppEmailShare
আধার কার্ড,প্যান কার্ডের তথ্য ফাঁস রুখতে ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার
FacebookWhatsAppEmailShare
বোকারোর কাছে ফের লাইনচ্যুত মালগাড়ি
FacebookWhatsAppEmailShare