ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে নিয়ে নয়া টেস্ট সিরিজের ভাবনা আইসিসির
জানুয়ারি 7, 2025 < 1 min read
ভারত দশ বছর পর বর্ডার-গাভাসকর সিরিজে হেরেছে ৷ কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে সদ্য শেষ হওয়া সিরিজে যে পরিমাণ দর্শকের উপস্থিতি ঘটেছে, তারপর টেস্ট ক্রিকেটে বড়সড় বদল আনার চিন্তাভাবনা শুরু করল বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি ৷ আইসিসি’র নবনিযুক্ত চেয়ারম্য়ান জয় শাহের নেতৃত্বেই আসছে বদল ৷ সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ জয় শাহের নেতৃত্বে ৩ টিয়ার টেস্ট ক্রিকেটের ভাবনাচিন্তা করছে আইসিসি ৷
যাতে প্রথমসারির টেস্ট খেলিয়ে দেশগুলো বেশি করে নিজেদের মধ্যে আরও ম্য়াচ খেলতে পারে।অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মাইক বার্ড, ইংল্য়ান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান রিচার্ড থম্পসনের সঙ্গে চলতি মাসেই এব্যাপারে আলোচনায় বসবেন জয় শাহ ৷ ভারত, অস্ট্রেলিয়া, ইংল্য়ান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মত প্রথমসারির দলগুলো একে অপরের বিরুদ্ধে আরও বেশি করে সিরিজ খেলবে ৷
সেকেন্ড টিয়ারে থাকবে টেস্ট ক্রিকেটে অপেক্ষাকৃত দুর্বল দেশগুলো ৷ যেমন-বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড ৷ নয়া ফরম্যাটে প্রথম টিয়ারের দলগুলো যেমন নিজেদের মধ্যে আরও বেশি করে খেলবে ৷ তেমনই সেকেন্ডে টিয়ারের দলগুলোও তাঁদের নিজেদের মধ্যেই কেবল খেলবে ৷ যদিও অবনমনের বিষয়টি থাকবে কি না, তা নিশ্চিত নয় ৷
#Cricket, #Indian Cricket Team, #Australia, #tri series, #ECB
6 days ago
6 days ago
6 days ago
আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে - NewszNow
আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে NewszNow অর্থনীতি -6 days ago
6 days ago
বিজেপি বিরোধিতায় আপের পাশে তৃণমূল - NewszNow
বিজেপি বিরোধিতায় আপের পাশে তৃণমূল NewszNow রাজনীতি -