আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে
জানুয়ারি 16, 2025 < 1 min read

বছর দু’য়েক আগের কথা৷ ভারতীয় শিল্পপতি গৌতম আদানিকে কাঠগড়ায় তুলে দিয়েছিল তাদের রিপোর্ট৷ চরম অস্বস্তিতে পড়তে হয় আগানি গোষ্ঠীকে৷ তাদের শেয়ার বাজারে ধস নামে৷ কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হয় আদানি গোষ্ঠীকে৷ আইনি সমস্যাতেও পড়তে হয়েছিল ভারতী ধনকুবের গৌতম আদানিকে৷ পরবর্তী সময় তাদের ধারলো রিপোর্ট অস্বস্তিতে ফেলেছিল সেবি প্রধান এবং তাঁর স্বামীকেও৷ এবার বন্ধের মুখে সেই ‘হিন্ডেনবার্গ রিসার্চ’ সংস্থা৷ বুধবার এই খবরটি জানান খোদ সংস্থার প্রতিষ্ঠাতা ন্যাথান অ্যান্ডারসন। হিন্ডেনবার্গ বন্ধ করার কথা ঘোষণা করে অ্যান্ডারসন বলেন, ‘‘আমদের যে সব কাজের আইডিয়া ছিল, তা আমরা পূরণ করতে পেরেছি। তাই হিন্ডেনবার্গ রিসার্চ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এমন কিছু সাম্রাজ্যকে নাড়িয়ে দিয়েছি, যেটা করা দরকার ছিল বলেই আমরা মনে করেছি।’
ন্যাথানের কথায়, এই সংস্থা তাঁর জীবনের একটা অধ্যায়, গোটা জীবন নয়। অনেক ভেবেচিন্তেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন৷ শুধু আদানি গোষ্ঠীই নয়, ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবির)-র নিরপেক্ষ ভূমিকাকেও প্রশ্নের মুখে ফেলেছিল হিন্ডেলবার্গ। এক হুইসলব্লোয়ারের তথ্য তুলে ধরে ন্যাথান অ্যান্ডারসনের সংস্থা জানিয়েছিল, সেবির চেয়ারপার্সন মাধবী বুচ এবং তাঁর স্বামীর আদানি গোষ্ঠীর কোম্পানিতে অংশীদারিত্ব রয়েছে। হিন্ডেনবার্গের দাবি ছিল, মাধবী বুচ ও তাঁর স্বামী মরিশাস ও বারমুডার এমন কিছু ভুয়ো বিদেশি সংস্থায় বিনিয়োগ করেছেন, যার সঙ্গে গৌতম আদানির ভাই বিনোদ আদানির প্রত্যক্ষ যোগ রয়েছে৷




5 days ago
5 days ago
অপরাজিতা বিল নিয়ে সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল - NewszNow
tinyurl.com
অপরাজিতা বিল নিয়ে সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল NewszNow দেশ -5 days ago
5 days ago
5 days ago
রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী ! অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতি সিনহার
বিস্তারিত:
#StatePolice #CentralForce #IllegalConstruction #NewszNow