দেশ বিভাগে ফিরে যান

শারীরিক অবস্থার আরও অবনতি, ভেন্টিলেশনে সীতারাম ইয়েচুরি

সেপ্টেম্বর 10, 2024 | < 1 min read

সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থার অবনতি। ৫ই সেপ্টেম্বর রাতে তাঁকে দিল্লি এইমস হাসপাতালের ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়। দিন কয়েক আগেই ফুসফুসে সংক্রমণ নিয়ে এইমস-এ ভর্তি হয়েছিলেন এই সিপিআইএম নেতা। একদল চিকিৎসক তাঁর চিকিৎসায় নিয়োজিত আছেন। এরই মধ্যে, তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটল। গত ১৯ অগস্ট এইমসের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল ৭২ বছরের ইয়েচুরিকে।

পরে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছিল।তাঁর ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়ায় সেই চিকিৎসা করা হচ্ছিল। কদিন আগে তাঁর চোখে ছানি অপারেশনও হয়েছিল। তাই বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের পর তিনি কলকাতায় আসতে পারেননি।সিপিএমের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, একটি বিশেষজ্ঞ দল সীতারাম ইয়েচুরির শ্বাসযন্ত্রের সমস্যার চিকিৎসা চালাচ্ছেন।

সিপিএমের পলিটব্যুরোর সদস্য সীতারাম ইয়েচুরি ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য ছিলেন। ২০১৬ সালে রাজ্যসভার সেরা সংসদ সদস্যের পুরস্কারও পান ইয়েচুরি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মাঙ্কিপক্স সম্পর্কে সচেতনতা তৈরি করতে পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রক
FacebookWhatsAppEmailShare
আধার কার্ড,প্যান কার্ডের তথ্য ফাঁস রুখতে ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার
FacebookWhatsAppEmailShare
বোকারোর কাছে ফের লাইনচ্যুত মালগাড়ি
FacebookWhatsAppEmailShare