বাংলা বিভাগে ফিরে যান

‘একদম পদত্যাগ করবেন না, দরকারে জেল থেকে সরকার চালাবেন’, মমতাকে ‘পরামর্শ’ কেজরিওয়ালের

সেপ্টেম্বর 15, 2024 | < 1 min read

গতকালই সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে জেল থেকে মুক্তি পেয়েছেন৷ তার চব্বিশ ঘণ্টার মধ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদামি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল৷ তাঁর চাঞ্চল্যকর দাবি, এবারের নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেলে পাঠাবেন৷ শুধু মমতা একা নন, এম কে স্ট্যালিন, পিনারাই বিজয়ন, তেজস্বী যাদব সহ বিরোধী নেতাদেরও একই অবস্থা হবে বলে দাবি করেছন কেজরীওয়াল৷ লোকসভা ভোটের মুখেই দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়ালকে গ্রেফতার করেছিল ইডি।

তার আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও ইডি গ্রেফতার করে। এ দিন নিজের কর্মী, সমর্থকদের সামনে এসে কেজরিওয়াল বলেন, ‘যত বিরোধী নেতা আছেন, সবাইকে জেলে পাঠিয়ে দেবে৷ আর অন্যান্য বিজপি নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করে দেবে৷ ওরা সঞ্জয় সিং, মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, কেজরিওয়ালকে জেলে পাঠিয়ে দিয়েছে৷ এম কে স্ট্যালিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক মন্ত্রীকে জেলে পাঠিয়েছেন৷ হেমন্ত সোরেনকে জেলে পাঠিয়েছে, কেরলের মুখ্যমন্ত্রীর পিছনে পড়ে আছেন৷ এরা যদি ভোটে জেতে, আমায় দিয়ে হলফনামায় লিখিয়ে নিন, কিছু দিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে থাকবেন৷

পিনারাই বিজয়ন, স্ট্যালিন, উদ্ধব ঠাকরে, তেজস্বী যাদব- যত বিরোধী নেতা আছেন সবাই জেলে থাকবেন৷ বিজেপির নেতাদেরও এরা ছাড়়বেন না৷ আদবাণী, মুরলী মনোহর যোশীর রাজনীতি শেষ করে দিয়েছেন৷ শিবরাজ সিং চৌহানের মতো নেতা যিনি মধ্যপ্রদেশে জিতিয়ে আনলেন, তাঁকে মুখ্যমন্ত্রী না করে রাজনীতিও এরা শেষ করে দিয়েছে৷ রমন সিংয়েরও একই পরিণতি হয়েছে৷ ভোটে জিতলে এবার এরা দু মাসের মধ্যে এরা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বদলে দেবেন, যোগী আদিত্যনাথের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করে দেবে, আমার কথা লিখে নিন৷’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নেপথ্যে অভিষেক, মানসিক ভারসাম্যহীন মহিলার সন্তানের দায়িত্বে বৃহন্নলা
FacebookWhatsAppEmailShare
৫০ লক্ষ টাকা উড়েছে জুনিয়ার ডাক্তারদের আন্দোলনে!
FacebookWhatsAppEmailShare
মহালয়া থেকে দশমী, বৃষ্টিতে ভাসবে বাংলা
FacebookWhatsAppEmailShare