মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস: প্রদীপ ভট্টাচার্য
জানুয়ারি 6, 2025 < 1 min read
মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের সিদ্ধান্ত ভুল ছিল। ভুলের প্রায়শ্চিত্ত এখনও করতে হচ্ছে কংগ্রেসকে। প্রদীপ ভট্টাচার্যের মন্তব্যে অস্বস্তিতে কংগ্রেস। ১৯৯৭ সালের ২১ ডিসেম্বরের ভুলের উল্লেখ প্রদীপ ভট্টাচার্যের মন্তব্যে শনিবার কলকাতায় একটি অনুষ্ঠানে তিনি বলেন, আমার মনে আছে যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে বহিষ্কার করা হয় আমি সেদিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম। যখন দ্বিতীয় হুগলি সেতুর কাছে তখন সোমেন মিত্রের ফোন আসে। তাঁকে সীতারাম কেশরী বলেছেন আপনাকে বহিষ্কার করতে হবে। কারণ আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না। কিছুতেই করো না। কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাঁকে করতে বাধ্য হতে হয়েছে। আমি জানি না আমরা কখন কীভাবে এই খাদ থেকে উঠে আসব।
প্রদীপ ভট্টাচার্যের করা ওই মন্তব্যের জেরে কয়েক দশকের রাজনীতি ফের নতুন করে চর্চায় চলে এসেছে।এই বিষয়ে প্রতিক্রিয়ায় তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা। তবে তাঁর উপলব্ধি সঠিক। মমতা ছেড়ে দেওয়ার পর রাজ্যে কংগ্রেসের তাৎপর্য শেষ হয়ে গিয়েছে। এতদিন পরে তিনি বুঝেছেন। এতদিন পরে কেন তিনি উপলব্ধি করলেন সেটাই প্রশ্ন।
6 days ago
6 days ago
6 days ago
আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে - NewszNow
আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে NewszNow অর্থনীতি -6 days ago
6 days ago
বিজেপি বিরোধিতায় আপের পাশে তৃণমূল - NewszNow
বিজেপি বিরোধিতায় আপের পাশে তৃণমূল NewszNow রাজনীতি -