রেশনে নগদ দিতে চায় কেন্দ্র
জানুয়ারি 22, 2025 < 1 min read

নরেন্দ্র মোদি সরকারের অধীনে রেশন ব্যবস্থা তুলে দেওয়ার পরিকল্পনা কি চলছে? ভবিষ্যতে কি রেশনের মাধ্যমে বিনামূল্যে খাদ্যসামগ্রী দেওয়ার পরিবর্তে সাধারণ জনগণের অ্যাকাউন্টে সরাসরি নগদ অর্থ পাঠানোর দিকে হাঁটবে কেন্দ্র? এমন একটি প্রশ্ন সম্প্রতি উঠে এসেছে নীতি আয়োগের বৈঠকের পর। এই বিষয়ে নীতি আয়োগের পক্ষ থেকে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুকে তলব করা হয়েছিল। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে বিশ্বম্ভরের সঙ্গে উপস্থিত ছিলেন নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর ড. যোগেশ সুরি এবং আরও ছয় সদস্যবিশিষ্ট একটি টিম। বৈঠকে মূলত রেশন ডিলারদের দীর্ঘদিনের কমিশন বৃদ্ধির দাবির কথা আলোচনা হয়েছিল।
এছাড়া, সুরি বিশ্বম্ভরকে প্রশ্ন করেন, “রেশন সামগ্রী নিয়ে সাধারণ মানুষের কোনও অভিযোগ আছে কি না?” পাশাপাশি, তিনি আরও জানতে চান, “যদি রেশন সামগ্রী সরবরাহের পরিবর্তে নগদ হস্তান্তর করা হয়, তাহলে সেটা কি উপযুক্ত হবে?”অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা সরাসরি হস্তান্তর মোদি সরকারের অন্তত পছন্দের বিষয়। কেন্দ্রে মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই প্রবণতা ক্রমবর্ধমান। যার সবথেকে বড় উদাহরণ প্রধানমন্ত্রী কৃষকনিধি সম্মান। অ্যাকাউন্টে সরাসরি নগদ হস্তান্তর করলে তাতে ভুয়া উপভোক্তার সমস্যা এড়ানো সম্ভব হয় এবং সরকারের খরচ বাঁচে বলেই একাধিকবার দাবিও করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।




5 days ago
5 days ago
অপরাজিতা বিল নিয়ে সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল - NewszNow
tinyurl.com
অপরাজিতা বিল নিয়ে সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল NewszNow দেশ -5 days ago
5 days ago
5 days ago
রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী ! অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতি সিনহার
বিস্তারিত:
#StatePolice #CentralForce #IllegalConstruction #NewszNow