অমিত শাহের বঙ্গসফর স্থগিত, রাজ্যসভার ওষুধের এফেক্ট বললো তৃণমূল?
মার্চ 23, 2025 < 1 min read

মার্চের শেষে রাজ্যে আসার কথা ছিল অমিত শাহর। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপাতত বাংলায় আসছেন না। মার্চের সফর বাতিল করেছেন তিনি। শনিবার একথা জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ইদকে সম্মান জানিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপাতত তাঁর সফর বাতিল করেছেন বলে তিনি জানালেন।শাহের সফর বাতিলের কথা জানিয়ে সুকান্ত বলেন, “মার্চে অমিত শাহর বাংলা সফর বাতিল হয়েছে। ৩১ তারিখ ইদ রয়েছে। তারই সম্মানে এই সফর তিনি বাতিল করেছেন। কবে উনি আসবেন, সেটা আমরা জানিয়ে দেব। আগামিদিনে নির্বাচন রয়েছে। প্রচুর কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় আসবেন।
”চলতি বছরের জানুয়ারিতে, স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলায় একটি জনসভায় যোগ দেওয়ার জন্য রাজ্যে আসার পরিকল্পনা করেছিলেন। সেই সফরও শেষ মুহূর্তে অন্য কর্মসূচির কারণে বাতিল করা হয়েছিল। বিজেপি সূত্রে আরও জানা গেছে যে, রাজ্যের বিজেপি সংগঠন নতুনভাবে সাজানোর পর দলের রাজ্য সভাপতি এবং দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে আস্থা বৃদ্ধির জন্য এই সফরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অমিত শাহের সফর পিছিয়ে যাওয়ার কারণে কিছুটা হলেও দলের কর্মকাণ্ডে দেরি হতে পারে, তবে এটি সাময়িক অবস্থা এবং শীঘ্রই তার নতুন সময়সূচি ঘোষণা করা হবে। তবে অমিত শাহের সফর বাতিল নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, ‘রাজ্যসভার ওষুধের এফেক্ট?’
#BJP, #Politics, #NewszNow, #Amit Shah, #BJP India, #BJP Bengal




6 days ago
6 days ago
6 days ago
6 days ago
6 days ago
রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী ! অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতি সিনহার
বিস্তারিত:
#StatePolice #CentralForce #IllegalConstruction #NewszNow