দেশ বিভাগে ফিরে যান

ভারতে সন্ধান মিলল মাঙ্কিপক্সের বিপজ্জনক স্ট্রেনের

সেপ্টেম্বর 24, 2024 | < 1 min read

আগেই দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছিলেন একজন। তবে তা হু-র উদ্বেগ বাড়ানো বিপজ্জনক ভ্যারিয়েন্ট ছিল না। কিন্তু এবার খারাপ খবর, মাঙ্কিপক্সের নতুন উপরূপ ক্লেড ১বি-এর সংক্রমণের হদিশ মিলল ভারতেও। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, কেরলের মলপ্পুরমে এক যুবকের শরীরে মাঙ্কিপক্সের ক্লেড ১বি-র সংক্রমণ ধরা পড়েছে। আটত্রিশের বছরের ওই যুবক সদ্য সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছেন। এসেই অসুস্থ হয়ে পড়েন।এর আগে দিল্লিতে বছর ছাব্বিশের এক যুবকের দেহে মাঙ্কিপক্সের হদিশ পাওয়া গিয়েছিল। হরিয়ানার হিসারের ওই যুবক মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব রয়েছে, আফ্রিকার এমন একটি দেশ থেকে ভারতে আসেন। তবে তাঁর দেহে মাঙ্কিপক্সের ক্লাড ২ স্ট্রেনের হদিশ পাওয়া যায়। ক্লাড ২ স্ট্রেন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে অবশ্য কোনও সতর্কতা জারি করা হয়নি।বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ক্লাড ২ স্ট্রেন অতটা মারাত্মক নয়। কিন্তু, মাঙ্কিপক্সের ক্লাড ১ স্ট্রেনে আক্রান্ত গুরুতর অসুস্থ হতে পারেন। এই স্ট্রেন দ্রুত ছড়িয়েও পড়ে। চলতি বছরে আফ্রিকা মহাদেশে ৩০ হাজারের বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। ৮০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মাঙ্কিপক্স সম্পর্কে সচেতনতা তৈরি করতে পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রক
FacebookWhatsAppEmailShare
আধার কার্ড,প্যান কার্ডের তথ্য ফাঁস রুখতে ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার
FacebookWhatsAppEmailShare
বোকারোর কাছে ফের লাইনচ্যুত মালগাড়ি
FacebookWhatsAppEmailShare