NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

বাংলা বিভাগে ফিরে যান

আজ তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক, বিষয় কি সাংগঠনিক রদবদল?

নভেম্বর 23, 2024 2 min read

মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ, ২৫ নভেম্বর, কালীঘাটে দলের জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছেন। এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত থাকবেন দলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূলের সাংসদ ও বিধায়কদেরও ওই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।দলের সংগঠন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তৃণমূল নেতৃত্বের একাংশ। দীর্ঘদিন ধরে তৃণমূলের সাংগঠনিক রদবদল নিয়ে আলোচনা চলছিল, সেই রদবদল কি এবার সত্যিই বাস্তবায়িত হবে, তা নিয়ে সংশয় কাটতে পারে এই বৈঠকের মাধ্যমে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠকে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন। তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটিতে রাজ্যের নেতারা ছাড়াও রাজ্যসভা ও লোকসভায় দলনেতারা রয়েছেন। তাঁদের মধ্যে ডেরেক ও ব্রায়েন ও সুদীপ বন্দ্যোপাধ্যায় অন্যতম। তবে কী কারণে সোমবার বৈঠক ডাকা হয়েছে, অর্থাৎ বৈঠকের অ্যাজেন্ডা কী তা এখনও স্পষ্ট করে বলা হয়নি। দলীয় সূত্রে খবর, অনেকদিন ধরেই সাংগঠনিক রদবদলের প্রস্তুতি চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি সাংগঠনিক রদবদলের প্রস্তাব জমা দিয়েছেন। এই বৈঠকের পরেই দলীয় সংগঠন এবং নেতৃত্বে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।

এমন পরিস্থিতিতে এই বৈঠকের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ পথচলা সম্পর্কে নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। জানা যাচ্ছে, দলের সংগঠন সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত রদবদল এবং নেতৃত্বের দায়িত্বে পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।লোকসভা এবং বিধানসভা, উভয় ক্ষেত্রেই শীতকালীন অধিবেশনে আলোচনার কেন্দ্রে থাকতে চলেছে ওয়াকফ বিল প্রসঙ্গ। যা নিয়ে উভয় ক্ষেত্রেই সভা উত্তাল হতে পারে। তৃতীয় মোদী সরকার ক্ষমতায় এসেই ওয়াকফ সংশোধনী বিল আনে সংসদে, যা লোকসভায় পেশ হওয়ার পরেই পর্যালোচনার জন্য সংসদীয় কমিটির কাছে পাঠান স্পিকার ওম বিড়লা।

শীতকালীন অধিবেশন শুরুর প্রথম সপ্তাহের মধ্যে ওই রিপোর্ট সংসদে জমা দেওয়ার কথা। কিন্তু কমিটিতে থাকা বিরোধীদের দাবি, বিলের একাধিক বিষয় নিয়ে এখনও আলোচনার প্রয়োজন রয়েছে। সেই কারণে ওই কমিটির আরও বৈঠক দরকার। ফলে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হলেই যে ওয়াকফ বিল নিয়ে উত্তেজনার পারদ চড়বে, তা অনুমেয়। আবার পশ্চিমবঙ্গ বিধানসভায় ওয়াকফ বিল আনার ভাবনাচিন্তা রয়েছে শাসক শিবিরের। বিরোধীদের সঙ্গে এ বিষয়ে কী ভাবে আলোচনা চলবে, লোকসভায় ওয়াকফ প্রসঙ্গে তৃণমূলের অবস্থান কী হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট সাংসদ এবং বিধায়কদের সোমবারের বৈঠকে নির্দেশ দিতে পারেন মমতা। আলোচনার মাধ্যমে এই বৈঠকে স্থির করা হতে পারে রণকৌশল। এমনটাই জানা গিয়েছে তৃণমূল সূত্রে।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

উপনির্বাচনে সবুজ ঝড়,বিজেপি,বাম ও কংগ্রেস ‘সাফ’!

FacebookWhatsAppEmailShare

শীতের পথে বাধা ঘূর্ণিঝড় ‘ফেনজল’? ফের দুর্যোগের আশঙ্কা

FacebookWhatsAppEmailShare

শূন্যতা কাটাতে ভোটকুশলী চেয়ে বিজ্ঞাপন সিপিএমের

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...