দেশ বিভাগে ফিরে যান

হরিয়ানায় কংগ্রেসের ভোট কাটার জন্যই কি কেজরির জেলমুক্তি

সেপ্টেম্বর 16, 2024 | < 1 min read

সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন আম আদমি পার্টির আহ্বায়ক তথা সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। তার আগে দলের সুপ্রিমো জেল থেকে মুক্তি পাওয়ায় হরিয়ানার পার্টিকর্মীরা রীতিমতো ‘উত্তেজিত’। অরবিন্দ কেজরিওয়ালের জেলমুক্তি দলের জন্য দুঃসংবাদ নয় তো! সেই বিষয়ে অঙ্ক কষা শুরু করে দিয়েছে হরিয়ানা কংগ্রেস। আসলে কেজরিওয়াল হরিয়ানায় প্রচারে গেলে তিনি যে বিজেপি বিরোধী ভোটই কাটবেন তাতে সংশয় নেই, সেটাই কংগ্রেসের আশঙ্কার জায়গা।হরিয়ানায় আপ এর তারকা প্রচারকদের তালিকায় শীর্ষে রয়েছেন কেজরিওয়াল।

হরিয়ানার ভিওয়ানি জেলার বাসিন্দা কেজরিওয়াল। রাহুল গান্ধী চেয়েছিলেন, হরিয়ানার বিধানসভা ভোটে কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে আসন সমঝোতা হোক। কিন্তু হরিয়ানার কংগ্রেস নেতাদের আপত্তিতে তা শেষ পর্যন্ত হয়নি। আম আদমি পার্টি হরিয়ানার ৯০টি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে।এমনিতে হরিয়ানায় আপের সংগঠনে বিশেষ জোর নেই। তবে পাশের দুই রাজ্য পাঞ্জাব এবং দিল্লিতে ক্ষমতায় আপ। স্বাভাবিকভাবেই ‘ঝাড়ু’র খানিক প্রভাব হরিয়ানায় রয়েছে।কংগ্রেস নেতারা বলছেন, আপ কংগ্রেসের ভোট কেটেই হরিয়ানায় নিজের শক্তি বৃদ্ধি করেছে। সেই কারণেই হরিয়ানার কংগ্রেস নেতারা আপ-কে জায়গা ছাড়তে রাজি হননি। কিন্তু কেজরীওয়াল ছয় মাস পরে জেল থেকে বেরনোর পরে খেলা ঘুরে যাবে কি না, সেটাই আশঙ্কা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মাঙ্কিপক্স সম্পর্কে সচেতনতা তৈরি করতে পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রক
FacebookWhatsAppEmailShare
আধার কার্ড,প্যান কার্ডের তথ্য ফাঁস রুখতে ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার
FacebookWhatsAppEmailShare
বোকারোর কাছে ফের লাইনচ্যুত মালগাড়ি
FacebookWhatsAppEmailShare