দেশ বিভাগে ফিরে যান

কৃষক অভিযানে কাঁদানে গ্যাস

ফেব্রুয়ারি 13, 2024 | < 1 min read

আজ কৃষকদের প্রতিবাদ মিছিল শুরু হতেই রণক্ষেত্র হয়ে উঠল দিল্লি, হরিয়ানা, পাঞ্জাবের সীমানা। মিছিল লক্ষ্য করে ড্রোন থেকে কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ। গ্যাসের সেল ফাটালে বেশ কয়েকজন কৃষক অসুস্থ হয়ে পড়ে। এই মূহূর্তে সেখানে পরিস্থিতি অগ্নিগর্ভ। হাজার হাজার কৃষক ট্রাক্টরে চেপে দিল্লি চলো অভিযানে যোগ দিতে আসছেন।

পরিস্থিতি সামাল দিতে গোটা এলাকায় ইন্টারনেট বন্ধ রেখেছে প্রশাসন। তবে এই বিরোধিতার মধ্যেও নিজেদের লক্ষ্যে অবিচল কৃষকরা। তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন অন্তত ছ’মাস ধরে প্রতিবাদ চালিয়ে যাওয়ার মতো রসদ নিয়েই দিল্লির দিকে রওনা দিয়েছেন তাঁরা। ফসলের ন্যূনতম দাম নিয়ে আইন করার দাবি সরকার না মানা পর্যন্ত তাঁরা সরবেন না।

কিষাণ মজদুর মোর্চার কোঅর্ডিনেটর সারওয়ান সিং পান্ধের এক ভিডিয়ো বার্তায় বলেন, ‘কৃতৃপক্ষ বা প্রশাসনের সঙ্গে সংঘর্ষ বাঁধাতে চাইছি না আমরা। আমরা এটাও বলছি না যে আমরা রাস্তা অবরোধ করব। সরকার নিজেরাই বিগত ২-৩ দিন ধরে রাস্তা বন্ধ করে দিয়েছে।’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মাঙ্কিপক্স সম্পর্কে সচেতনতা তৈরি করতে পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রক
FacebookWhatsAppEmailShare
আধার কার্ড,প্যান কার্ডের তথ্য ফাঁস রুখতে ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার
FacebookWhatsAppEmailShare
বোকারোর কাছে ফের লাইনচ্যুত মালগাড়ি
FacebookWhatsAppEmailShare