‘ডবল ইঞ্জিন’ রাজ্যের ৬১ শতাংশ স্কুলেই নেই নিউট্রিশন গার্ডেন
জানুয়ারি 2, 2025 < 1 min read
কেন্দ্রীয় সরকার বিজেপির, দেশের বেশিরভাগ রাজ্যে হয় এককভাবে, নয়তো জোট করে ক্ষমতায় নরেন্দ্র মোদির দল। তাও, ‘ডবল ইঞ্জিন’ রাজ্যগুলির ৬১% স্কুলেই নেই নিউট্রিশন গার্ডেন, এমনটা জানাচ্ছে খোদ কেন্দ্রীয় সরকার। অর্থাৎ, কেন্দ্রের পেশ করা তথ্যেই পিছিয়ে রয়েছে বিজেপি। ২০১৯ সালে কেন্দ্রের নির্দেশ ছিল যাতে দেশের প্রত্যেক বিদ্যালয়ে তৈরী করা হয় নিউট্রিশন গার্ডেন।
নিউট্রিশন গার্ডেনে বিদ্যালয়ের পড়ুয়ারা নিজেরাই চাষ করে পুষ্টিদায়ক শাক-সবজির, যা ব্যৱহৃত হয় মিড্-ডে মিলে। কেন্দ্রের রিপোর্টে দেখা যাচ্ছে যে এই বাগান তৈরী করতে সবচেয়ে পিছিয়ে রয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিই। ২০২৩-২৪ সালের রিপোর্ট বলছে রাজস্থানের ৯২% স্কুলেই তৈরী করা হয়নি এই বাগান। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা ও মহারাষ্ট্রে ৭০%-এর বেশি বিদ্যালয়েই নিউট্রিশন গার্ডেন নেই। উল্টোদিকে বাংলায় ৩০ হাজার ৮৭৫টি স্কুলেএই বাগান তৈরী করা হয়েছে ইতিমধ্যেই।
সারা দেশে ১০ লক্ষ ৬৭ হাজার ৪৮৮টি স্কুল রয়েছে, যার মধ্যে সাড়ে ৬.৫ লক্ষেরও বেশি স্কুলে নেই নিউট্রিশন গার্ডেন।
6 days ago
6 days ago
6 days ago
আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে - NewszNow
আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে NewszNow অর্থনীতি -6 days ago
6 days ago
বিজেপি বিরোধিতায় আপের পাশে তৃণমূল - NewszNow
বিজেপি বিরোধিতায় আপের পাশে তৃণমূল NewszNow রাজনীতি -