১০০ দিনের কাজে রেকর্ড সাফল্য বাংলার
নভেম্বর 20, 2020 < 1 min read
শ্রমদিবস তৈরিতে লক্ষ্যমাত্রা ছাপিয়ে নজির বাংলার
একশো দিনের কাজে ফের রেকর্ড সাফল্য বাংলার। মাত্র সাড়ে ছ’মাসে লক্ষ্যমাত্রার ৯০ শতাংশ পূরণ হয়েছে।
গত আর্থিক বছরে রাজ্যে শ্রমদিবস তৈরির লক্ষ্যমাত্রা ছিল ২৮ কোটি। ২০২০-২০২১’র জন্য তা কমিয়ে করা হয় ২২ কোটি। লকডাউনের মধ্যে ১০০ দিনের কাজে অনুমতি পাওয়ার পর একটুও সময় নষ্ট করেনি বাংলা।
মুখ্যমন্ত্রীর নির্দেশে ১০০ দিনের কাজে লাগানো হয় প্রায় ছ’ লক্ষ পরিযায়ী শ্রমিককে। ছ’মাসের কিছু বেশি সময়ের মধ্যে ২২ কোটি শ্রমদিবস তৈরিতে সক্ষম হয় পঞ্চায়েত দপ্তর।
পরে রাজ্যের দাবি মেনে রাজ্যে শ্রমদিবস ৩১ কোটি বাড়িয়ে দেয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। সেটাও নির্ধারিত সময়ের আগে পূরণ হয়ে যাবে বলে মনে করছেন নবান্নের আধিকারিকরা। সোমবার পর্যন্ত সম্পূর্ণ হয়েছে ২৮ কোটি শ্রমদিবস।
কৃষিক্ষেত্র, নতুন রাস্তা তৈরি, বাড়ি নির্মাণ, সেচ খাল তৈরি সহ বিভিন্ন কাজে ১০০ দিনের শ্রমিকদের যুক্ত করা হয়েছে। কাজ পেয়েছে ৬৯ লক্ষ ৩৫ হাজার পরিবার। এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় সাত হাজার চারশ কোটি টাকারও কিছু বেশি। অর্থাৎ মোট বরাদ্দের ৮০ শতাংশ টাকা।
টার্গেট সম্পূর্ণ করে নতুন করে শ্রমদিবস বাড়াতে কেন্দ্রকে আর্জি জানাবে রাজ্য। আর সেই আর্জি মঞ্জুর হলে একটি মাত্র আর্থিক বছরে দ্বিতীয়বার শ্রমদিবস বাড়বে বাংলায়। যা দেশের মধ্যে নজির গড়বে।
7 days ago
7 days ago
1 week ago
আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে - NewszNow
আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে NewszNow অর্থনীতি -1 week ago
1 week ago
বিজেপি বিরোধিতায় আপের পাশে তৃণমূল - NewszNow
বিজেপি বিরোধিতায় আপের পাশে তৃণমূল NewszNow রাজনীতি -