ফেসবুকে বিজেপির ফেক নিউজ
অক্টোবর 25, 2020 < 1 min read

ফেসবুকের সাথে যুক্ত ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট বিজেপির ফেক নিউজ প্রচার আটকাতে ব্যর্থ
ফেসবুকের সাথে যুক্ত ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট বিজেপির ফেক নিউজ প্রচার আটকাতে ব্যর্থ
ফেক নিউজের বাড়বাড়ন্তে ফেসবুকের ভূমিকা এখন আতস কাচের তলায়
বিশ্বের সমস্ত দেশে ভোটের সময় ভুয়ো আইডি নিয়ন্ত্রণে ফেসবুকের অনীহার কথা বাজফিডের একটি রিপোর্টে উঠে এসেছে
ফেসবুকের এই পক্ষপাত পূর্ণ আচরণ ভারতবর্ষের গত লোকসভা নির্বাচনের সময় আরও স্পষ্ট হয়
বিরোধীদলের হাজার হাজার অ্যাকাউন্ট এবং পেজ কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনের অভিযোগে উড়িয়ে দেয় ফেসবুক, অথচ ক্রমাগত হিংসা ও ভুয়ো খবর ছড়ানো বিজেপির সমর্থকদের প্রোফাইল ও পেজগুলির পরিচালনায় বিন্দুমাত্র বাধা আসেনি
ফেসবুক এইসব ভুয়ো পোষ্টের সত্যতা নির্ধারণের দায়িত্বে বেশকিছু থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটকে নিয়োগ করেছে। বর্তমানে ভারতবর্ষে আটটি সংস্থা, এজেন্স ফ্রান্স প্রেস, বুমলাইভ, দ্য কুইন্ট, ইন্ডিয়া টুডে, ফ্যাক্টলি, ফ্যাক্টক্রেসেন্ডো, নিউজমোবাইল এবং বিশ্বাস নিউজ ফেসবুকের হয়ে এই ফ্যাক্ট চেকিংয়ের কাজ করছে
দেশে ভুয়ো তথ্য ছড়ানোর পাঁচজন প্রধান কারিগর হলেন বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য, জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র, পাকিস্তানি লেখক তারেক ফতে, সুদর্শন নিউজের প্রধান সম্পাদক সুরেশ চাভাঙ্কে এবং ওপইন্ডিয়া
আটটি ফ্যাক্ট চেকিং সংস্থার মধ্যে কেবল দুটি সংস্থা বুমলাইভ ও দ্য কুইন্ট বাদ দিয়ে আর কোনও সংস্থাই এদের বিরুদ্ধে রিপোর্ট পাবলিশ করেনি। আর ঠিক এখানেই উঠছে প্রশ্ন



