ফুটপাতবাসীদের জন্য বাড়ি, আবর্জনা প্রক্রিয়াকরণ প্রকল্প
নভেম্বর 21, 2020 < 1 min read

খড়গপুরে ফুটপাতবাসীদের জন্য বাড়ি, আবর্জনা প্রক্রিয়াকরণ প্রকল্প
খড়গপুরে ফুটপাতবাসীদের জন্য চারতলা বাড়ি। আরবান হোমলেস শেল্টার প্রকল্পে খড়্গপুর পুরসভা ১ কোটি ৭৫ লক্ষ টাকা পেল। বুধবার সেই কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। দ্রুত বাড়ি তৈরির কাজ শেষ করতে বলা হয়েছে।
যাদের থাকার জায়গা নেই, বিশেষ করে যাঁরা ফুটপাতে জীবনযাপন করেন, তাদের এখানে রাখা হবে। এখানে তাঁদের সরকারি খরচে খাবারও দেওয়া হবে। বাড়ি তৈরির কাজ শেষ হলেই ফুটপাতবাসীদের চিহ্নিত করার কাজ শুরু হবে।
এছাড়া বৃহস্পতিবার শহরে আবর্জনা প্রক্রিয়াকরণ তথা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়। এদিন তালবাগিচা এলাকায় এই প্রকল্পে ডাস্টবিন বিলি শুরু হয়। একটি বালতিতে পচনশীল ও অপর বালতিতে অপচনশীল আবর্জনা ফেলতে হবে। পুরসভার সাফাইকর্মীরা সেই আবর্জনা সংগ্রহ করে নিয়ে যাবেন।
শহরের বিভিন্ন জায়গা থেকে আবর্জনা এক জায়গায় জমা করে মেশিনের সাহায্যে প্রক্রিয়াকরণ করা হবে। এর ফলে শহরকে আবর্জনামুক্ত করা যাবে। পাশাপাশি আবর্জনা থেকে দূষণ ছড়ানোও আটকানো যাবে।




3 days ago
4 days ago
বিজেপির স্লোগান তুলে পোস্টার-কটাক্ষ তৃণমূলের - NewszNow
tinyurl.com
বিজেপির স্লোগান তুলে পোস্টার-কটাক্ষ তৃণমূলের NewszNow বাংলা -4 days ago
4 days ago
4 days ago
রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী ! অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতি সিনহার
বিস্তারিত:
#StatePolice #CentralForce #IllegalConstruction #NewszNow