‘দুয়ারে সরকার’ কর্মসূচি
নভেম্বর 28, 2020 < 1 min read
গ্রামে গিয়ে সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা আমজনতার হাতে তুলে দেওয়া হবে
‘দুয়ারে সরকার’ কর্মসূচি নিয়ে পুরোদমে কাজ শুরু করছে বাংলা সরকার।
এই কর্মসূচিতে গ্রামে গিয়ে ক্যাম্প করে সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা গ্রামবাসীদের মধ্যে বণ্টন করা হবে। কার্যত গ্রামবাসীদের আঙিনায় পৌঁছে যাবে প্রশাসন।
বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা আমজনতার হাতে তুলে দিতে হবে। এজন্যই ‘দুয়ারে সরকার’ নামে নতুন কর্মসূচির রূপরেখা প্রস্তুত করেছে পরিসংখ্যান ও কর্মসূচি (প্রণালী) কার্যকরী দপ্তর।
রাজ্য সরকারের নাগরিক পরিষেবা অধিকার আইন-২০১৩ অনুসারে নির্দিষ্ট সময়ের মধ্যে নাগরিক পরিষেবা ও বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা প্রদান করার কথা। সেজন্যই এই কর্মসূচি।
এই কর্মসূচি সুষ্ঠুভাবে চালিতে করতে শীর্ষ আধিকারিকদের নিয়ে রাজ্যস্তরে অ্যাপেক্স কমিটি এবং টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। একইভাবে জেলা, মহকুমা ও ব্লক স্তরে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চারটি ধাপে ক্যাম্প করে কর্মসূচি বাস্তবায়িত হবে। সংশ্লিষ্ট ক্যাম্প থেকে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কাস্ট সার্টিফিকেট, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী ও ১০০ দিনের কাজ এই দশটি প্রকল্পের সুযোগ-সুবিধা আমজনতার হাতে তুলে দেওয়া হবে।
7 days ago
7 days ago
1 week ago
আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে - NewszNow
আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে NewszNow অর্থনীতি -1 week ago
1 week ago
বিজেপি বিরোধিতায় আপের পাশে তৃণমূল - NewszNow
বিজেপি বিরোধিতায় আপের পাশে তৃণমূল NewszNow রাজনীতি -